হাওড়ার স্কুল, IIT, IISER, ITI- কেন্দ্রের পুরস্কার পাচ্ছেন বাংলার ৪ শিক্ষক

হাওড়ার স্কুল, IIT, IISER, ITI- কেন্দ্রের পুরস্কার পাচ্ছেন বাংলার ৪ শিক্ষক

জাতীয় শিক্ষা পুরস্কার পেতে চলেছেন পশ্চিমবঙ্গের চার শিক্ষক। আগামী ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিন সবমিলিয়ে ৭৫ জন শিক্ষককে পুরষ্কৃত করবেন। তাঁদের মধ্যে আছেন – হাওড়ার রঘুনাথপুর নফর অ্যাকাডেমির চন্দন মিশ্র, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের অধ্যাপক সুমন চক্রবর্তী, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইএসইআর) অধ্যাপক শ্যাম সেনগুপ্ত এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাকটার রমেশ রক্ষিত।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে শিক্ষকদের অনন্য অবদানকে স্বীকৃতি দিতে এবং তাঁদের সম্মান প্রদান করতে প্রতি বছর শিক্ষক দিবসে কয়েকজন শিক্ষককে পুরস্কার প্রদান করা হয়। এবার মোট ৭৫ জন শিক্ষককে সেই পুরস্কার প্রদান করা হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যের বিশিষ্ট শিক্ষকদের সম্মান জানাচ্ছে কেন্দ্র। পুরস্কার বাবদ প্রত্যেককে ৫০,০০০ টাকা নগদ অর্থ এবং একটি রুপোর পদক প্রদান করা হবে। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতার সুযোগও পাবেন বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের কোন কোন শিক্ষক কেন্দ্রের পুরস্কার পাচ্ছেন?

১) কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা দফতরের তরফে মোট ৫০ জন শিক্ষককে পুরষ্কৃত করা হচ্ছে। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র পুরস্কৃত হচ্ছেন চন্দনবাবু। তিনি রঘুনাথপুর নফর অ্যাকাডেমির প্রধান শিক্ষক। ইংরেজির শিক্ষক তিনি।

২) কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের আওতায় মোট ১৩ জন শিক্ষক পুরস্কৃত হচ্ছেন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের দু’জন আছেন। আইআইটি খড়্গপুরের তথ্য অনুযায়ী, সুমন চক্রবর্তী হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক। কোভিড মহামারীর সময় যে পোর্টেবল করোনাভাইরাস কিট তৈরি করেছিল আইআইটি খড়্গপুর, সেই গবেষণা দলের নেতৃত্বে ছিলেন সুমনবাবু (বায়ো-সায়েন্সের অধ্যাপক অরিন্দম মণ্ডলও নেতৃত্বে ছিলেন)।

৩) কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের পুরস্কার পাচ্ছেন ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইএসইআর) অধ্যাপক শ্যাম সেনগুপ্ত। আইআইএসইআরের ওয়েবসাইট অনুযায়ী, কেমিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক তিনি। একাধিক বিষয় নিয়ে গবেষণা করেছেন।

৪) কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের তরফে মোট ১২ জনকে পুরস্কৃত করা হচ্ছে। দুর্গাপুরের সরকারি আইটিআই কলেজের ইনস্ট্রাকটার রমেশবাবুও পুরস্কার পাচ্ছেন।

(Feed Source: hindustantimes.com)