মিড ডে মিলে পাতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা! .‘শিক্ষক দিবসে’ নজির গড়ল এই স্কুল
দক্ষিণ ২৪ পরগণা: শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে উদযাপন হল ইলিশ উৎসবের। সেইসঙ্গেই ৭৬ জন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করা হল। ফলতার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল ইলিশ ভাজা, ইলিশ ভাপা। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস।দক্ষিণ ২৪ পরগনার ফলতার একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করা হল বিশেষভাবে। বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয় অভিনব উদ্যোগ। মিড ডে মিলে ছাত্রছাত্রীরা পেট পুরে খেল ইলিশ ভাজা, ইলিশ ভাপা। স্কুল কর্তৃপক্ষ জানান, শিক্ষক দিবস…

)



