বড় সিদ্ধান্ত! পুজোর পরেই SSKM-এ আসছে AI রোবট, ব্যবহার হবে সার্জারির কাজে

বড় সিদ্ধান্ত! পুজোর পরেই SSKM-এ আসছে AI রোবট, ব্যবহার হবে সার্জারির কাজে

কলকাতা: পুজোর পরেই রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম পেতে চলেছে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) যুক্ত এই রোবট ব্যবহার হবে সার্জারির কাজে। এই রোবট এলে রাজ্যের সরকারি চিকিৎসা ক্ষেত্রে প্রথম রোবট হবে।

সূত্রের খবর অনুযায়ী, কলকাতা মেডিক্যাল কলেজেও রোবট আনার জন্য সম্প্রতি প্রস্তাব পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরে।  ২০১৯ সালে প্রথম রোবোটিক সার্জারির জন্য সিদ্ধান্ত নিয়েছিল। পরীক্ষামূলক ভাবে রোবোটিক সার্জারির জন্য প্রশিক্ষণও হয় তখন। কিন্তু কোটি টাকা ব্যায় করে রোবট আনার যুক্তি সম্পর্কে সন্ধিহান ছিলেন স্বাস্থ্য দফতরের একাংশ।

পাশাপশি রোবোটিক সার্জারির যৌক্তিকতা পুরপুরি বোঝাতে সম্ভব হয়নি এসএসকেএম হাসপাতালের আধিকারিকরা। এরই মাঝে করোনা সামাল দিতে পেরিয়ে গিয়েছে প্রায় ৩ বছর। তবে এতে কোনও ভাবেই হাল ছাড়েননি এসএসকেএম হাসপাতালের আধিকারিক এবং চিকিৎসকেরা। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে রোবোটিক সার্জারির পরিষেবা দিতে চান।

এরপরই রোবট আনার ছাড়পত্র দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। শীঘ্রই রোবট আনার জন্য সরকারি টেন্ডার করা হবে বলে সূত্রের খবর। এসএসকেএম হাসপাতালের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সম্ভবত নভেম্বর মাসের মাঝামাঝি অথবা শেষের দিকেই হাসপাতালে আসতে পারে রোবট।

কী ভাবে কাজ করবে এই রোবট? চিকিৎসকেরা একটি কনসোলে বসে পরিচালনা করবে রোবট। এই রোবট চিকিৎসকদের হাত যেখানে পৌঁছয় না, সেখানে সহজেই পৌঁছতে সক্ষম। কোলন, লিভারের মত অঙ্গে ক্যান্সারের নিখুঁত অস্ত্র বছর করতে সক্ষম এই রোবট।

সারভাইকাল ক্যান্সারে শরীরের কোন অংশ বাদ না দিয়ে ক্ষতিগ্রস্ত অংশের অস্ত্রোপচার করতে সক্ষম। এছাড়াও প্রোস্টেট, কিডনির মত অস্ত্রোপচারও করতে পারে এই রোবট। চিকিৎসকেরা আরও জানাচ্ছেন লিভার অথবা কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রেও সমান ভাবে পারদর্শী এই নয়া যন্ত্র।

এসএসকেএম হাসপাতাল সূত্রের খবর, পুজোর পর এই রোবট আনা হলে, সেটি রাখা হবে হাসপাতালের পুকুর পাড়ের পাশে নতুন বহির্বিভাগ। এই রোবট নিয়ে আসার পর জটিল অস্ত্রোপচারের সুবিধা পাবেন সাধারণ মানুষ, এমনটাই আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

(Feed Source: news18.com)