শামি, বুমরার ফিটনেসের ওপরই নির্ভর করছে ভারতীয় দলের বিশ্বকাপ ভাগ্য: মুডি

শামি, বুমরার ফিটনেসের ওপরই নির্ভর করছে ভারতীয় দলের বিশ্বকাপ ভাগ্য: মুডি

সিডনি: গতকালই বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। ১৫ সদস্যের ,স্কোয়াডে রয়েছেন তিন পেসার। মহম্মদ শামি, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। চোট সারিয়ে গত আয়ারল্যান্ড সিরিজেই প্রায় ১ বছর পর ২২ গজে ফিরেছেন বুমরা। নিজের ছাপও ফেলেছেন। এশিয়া কাপেও খেলছেন তিনি। প্রাক্তন অজি অধিনায়ক ও ক্রিকেটার টম মুডি মনে করেন ভারতের আসন্ন বিশ্বকাপে সাফল্য পেতে হলে বুমরা ও শামিকে ফিট থাকতেই হবে ও পারফর্ম করতে হবে।

এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি তারকা বলেন, ”আমার মনে হয় ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করেছে বুমরা কতটা ফিট থাকেন, তার ওপর। কারণ বুমরার বোলিং একদম আলাদা ধরণের। ওর বল খেলা ব্যাটারদের জন্য অত সহজ হয় না। অনেক ক্লোজ ম্যাচের ভাগ্য বদলে গিয়েছে বুমরার বোলিংয়ে। বিশ্বকাপের সময় যে কোনও দলের জন্যই এটা চ্যালেঞ্জিং হয়ে যায় নিজেদের বোলারদের ফিট রাখা পুরো টুর্নামেন্টে।” শামির অভিজ্ঞতাও ভারতীয় দলের সম্পদ বলে মনে করেন মুডি। তিনি বলেন, ”বুমরার সঙ্গে শামির ফিট থাকাটাও দরকার। পেস বোলিং বিভাগে ২ জনের অভিজ্ঞতাও ভারতকে অনেকটা এগিয়ে রাখবে। এছাড়াও হোম অ্যাডভান্টেজ তো রয়েইছে। ঘরের মাঠে, চেনা পরিবেশ, চেনা সমর্থকদের মাঝে খেলবে ভারতীয় দল। তবে তার থেকেও বড় আমি ফিটনেস ইস্যুকেই প্রাধান্য দেব। তাই শামি ও বুমরার ফিট থাকাটা খুব দরকার।”

 উল্লেখ্য, গতকালই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। রোহিত শর্মার নেতৃত্বে দেশের মাটিতে এই টুর্নামেন্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া। রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। এছাড়া ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদবও। শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলও (K L Rahul) জায়গা পেয়েছেন। তবে সুযোগ পাননি সঞ্জু স্যামসন। ওয়ান ডে ফর্ম্যাটে ভাল গড় থাকা সত্ত্বেও সুযোগ পাননি এই ডানহাতি উইকেটকিপার ব্যাটার। অন্যদিকে ঈশান কিষাণ সুযােগ পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন রাঁচির বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ওয়ান ডে ফর্ম্যাটে অভিজ্ঞতা কম থাকলেও সাম্প্রতিক ফর্মের বিচারে স্যামসনকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন ইশান কিষাণ।

অন্য়দিকে বোলিং ডিপার্টমেন্টে স্পিন বিভাগেও চাহাল ও অশ্বিনকে টেক্কা দিয়েছেন কুলদীপ যাদব। অভিজ্ঞতার বিচারে অশ্বিন অনেক এগিয়ে থাকলেও সীমিত ওভারের ফর্ম্যাটে বিগত কয়েক বছরে ধারাবাহিক নন তিনি। অন্য়দিকে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে চাহালের থেকে অনেকটাই এগিয়ে কুলদীপ। তাই তাঁকে দলে রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে বিরাট, রোহিত, শ্রেয়স, কে এল রাহুল ছাড়াও সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে পারফরম্যান্স একদমই ভাল নয় সূর্যর। তিনি আদৌ সুযোগ পাবেন কি না তা নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুম্বইয়ের ডানহাতি ব্যাটারের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।

(Feed Source: abplive.com)