‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মোটের উপর ভালো ব্যবসা করেছে, তবে ‘প্রজাপতি’র সাফল্য রিপিট করতে পারেনি। এবার ‘ব্যোমকেশ’-এর ভোলবদল, ‘বাঘাযতীন’ হয়ে ফিরছেন দেব। এবার পুজোয় রুপোলি পর্দায় দেব নিয়ে আসছেন- স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের সংগ্রামের গল্প। এর আগে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দর্শক দেখেছেন দেবকে, ফের একবার বায়োপিকে টলিউডে প্রিয় সুপারস্টার।
অরুণ রায় পরিচালিত ‘বাঘাযতীন’-এর টিজার সামনে এল শনিবার। এর আগে বিনয়, বাদল ও দীনেশের সংগ্রাম পর্দায় তুলে ধরেছেন পরিচালক। পিরিয়ড ড্রামা তৈরিতে ওস্তাদ তিনি, ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছে বাস্তবে। তবুও এদিন ছবির টিজার লঞ্চের মঞ্চে হাজির পরিচালক, প্রধানের শ্যুটিংয়ে উত্তরবঙ্গে ব্যস্ত ছিলেন দেব। সেখান থেকে ছুটে এসেছেন কলকাতায়।
‘ব্যোমকেশ’ মুক্তির আগে দেব বারংবার জানিয়েছিলেন ‘বাঘাযতীন’-এ অ্যাকশন হিরো হয়ে ফিরবেন তিনি। সেই ঝলক উঠে এল টিজার। ছবিতে দেবের নায়িকা নবাগত সৃজা দত্ত। শুরুতেই দেখা গেল ব্রিটিশ শাসনের শৃঙ্খলে আবদ্ধ ভারতের টুকরো ছবি। দেশমাতার প্রতি স্বামীর সমপর্ণ দেখে একইসঙ্গে উদ্বিগ্ন ও গর্বিত ইন্দুবালাকে (সৃজা দত্ত)। ধুতি, পাঞ্জাবি কোটে যে বঙ্গসন্তান ব্রিটিশ সম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, সেই বাঘাযতীনের মুখে মারকাটারি সংলাপও শোনা গেল টিজারে। ‘আমি ভারতীয়, এটাই আমার একমাত্র পরিচয়’, হুঙ্কার দেবের। নজরকাড়া সুদীপ্তা চক্রবর্তীর দাপুটে অভিনয়।
দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন যে বীর বিপ্লবী, সেই বাঘাযতীন হিসাবে একাধিক লুকে দেখা মিলল দেবের। কখনও মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখে পাঞ্জাবি লুকে অচেনা দেব। কখনও সাধুবাবার বেশে। এই ছবিতে প্রায় ৯০ জন স্বাধীনতা সংগ্রামীর চরিত্র রয়েছে, ফলে ছবির কাস্টিংয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে পরিচালককে। খালি হাতে বাঘ মেরেছিলেন বাঘাযতীন, ভিএফএক্স-এর মাধ্যমে ফুটে উঠবে সেই লড়াই। যার জন্য নাকি বিরাট অঙ্কের টাকা খরচ করেছেন প্রযোজক দেব। যার ঝলকও রয়েছে টিজারে, সঙ্গে বুড়িবালামের যুদ্ধের প্রস্ততি।
টিজারে যেমন অ্যাকশন রয়েছে, তেমন ইমোশনও রয়েছে। একদম শেষভাবে পরিবারের উদ্দেশে ‘বাঘাযতীন’ দেবের বার্তা- ‘ফিরে আমি আসবই, হয় স্বাধীন ভারতের নাগরিক হয়ে, নয়তো স্বাধীনতার স্বপ্ন হয়ে’। এরপর রয়েছে টিজারের মেন চমক। ‘বাঘাযতীন’-এ গান গেয়েছেন অরিজিৎ, সেই আভাস আগেই মিলেছিল এদিন শোনা গেল তাঁর কন্ঠ। টিজার শেষ হচ্ছে অরিজিতের কন্ঠে গাওয়া গান- ‘আসব ফিরে’ দিয়ে।
এদিন বাংলার পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির হিন্দি টিজারও। হিন্দিতে টিজারের শেষভাগে শোনা গেল সোনু নিগমের কন্ঠে ‘আয়েগা ফির লওটকে রাহি’। দেব এন্টারটেনভেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবির বাংলা ভার্সন মুক্তি পাবে ১৯শে অক্টোবর, হিন্দি ভার্সন আসবে একদিন পর।
(Feed Source: hindustantimes.com)