খালি হাতে বাঘ মারবেন ‘বাঘাযতীন’ দেব, অ্যাকশনে ভরপুর টিজারে চমক অরিজিতের কন্ঠ!
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মোটের উপর ভালো ব্যবসা করেছে, তবে ‘প্রজাপতি’র সাফল্য রিপিট করতে পারেনি। এবার ‘ব্যোমকেশ’-এর ভোলবদল, ‘বাঘাযতীন’ হয়ে ফিরছেন দেব। এবার পুজোয় রুপোলি পর্দায় দেব নিয়ে আসছেন- স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের সংগ্রামের গল্প। এর আগে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দর্শক দেখেছেন দেবকে, ফের একবার বায়োপিকে টলিউডে প্রিয় সুপারস্টার। অরুণ রায় পরিচালিত ‘বাঘাযতীন’-এর টিজার সামনে এল শনিবার। এর আগে বিনয়, বাদল ও দীনেশের সংগ্রাম পর্দায় তুলে ধরেছেন পরিচালক। পিরিয়ড ড্রামা তৈরিতে ওস্তাদ তিনি,…