বোনকে উত্ত্যক্ত করার শাস্তি দিতেই স্কুলের সামনে থেকে ছাত্রকে অপরহণ করে নাবালক পড়ুয়া ও তার বন্ধুরা ! লেক থানা এলাকায় অপহরণকাণ্ডে (Kidnapping Case) উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য়। মঙ্গলবার খাস কলকাতায়, রীতিমতো ফিল্মি কায়দায় একাদশ শ্রেণির ছাত্রকে মারধর করে অপহরণ করা হয়। বাধা দিতে গেলে সহপাঠীদেরও মারধর করে, ওই ছাত্রকে বাইকে তুলে চম্পট দেয় ১০-১২ জনের দল।
বেশ কয়েক ঘণ্টা পর অপহৃত কিশোরকে উদ্ধার করে লেক থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই কিশোর তার সহপাঠী এক ছাত্রীকে উত্যক্ত করত বলে অভিযোগ। ছাত্রীটি তার ভাইকে এবিষয়ে জানায়। কিশোরকে শিক্ষা দিতেই বন্ধুদের নিয়ে স্কুলের সামনে থেকে তাকে অপহরণ করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে অভিযুক্ত ছাত্রের পরিবার, খবর পুলিশ (Police) সূত্রে।
সোমবার, লেক থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে ছাত্রকে অপহরণের ঘটনা ঘিরে যখন তুমুল শোরগোল, তখন জলপাইগুড়িতেও (Jalpaiguri) স্কুলে ঢুকে তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পরই তৎপর প্রশাসন। স্কুলের সামনে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, শিলিগুড়ি ও জলপাইগুড়ির সব স্কুলের বাইরে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এলাকার একাধিক স্কুল পরিদর্শন করেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান।
(Feed Source: abplive.com)