বোনকে উত্ত্যক্ত করার শাস্তি দিতেই স্কুলের সামনে থেকে ছাত্রকে অপরহণ নাবালক পড়ুয়া ও তার বন্ধুদের
সৌমিত্র রায় ও রাজা চট্টোপাধ্যায়, কলকাতা : লেক থানা (Lake Police Station) এলাকায় স্কুলের সামনে থেকে ছাত্রকে অপহরণের অভিযোগে আটক করা হল ওই স্কুলেরই এক ছাত্রী ও তার ভাইকে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত কিশোর। সেই কারণেই ছাত্রীর ভাই ওই কিশোরকে অপহরণ (Kidnap) করে। বোনকে উত্ত্যক্ত করার শাস্তি দিতেই স্কুলের সামনে থেকে ছাত্রকে অপরহণ করে নাবালক পড়ুয়া ও তার বন্ধুরা ! লেক থানা এলাকায় অপহরণকাণ্ডে (Kidnapping Case) উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য়। মঙ্গলবার খাস…