টাকা না দিলে অপহৃত হবে সন্তান, অভিভাবকদের হুমকি ফোন, আতঙ্ক দত্তপুকুরে
#দত্তপুকুর: একের পর এক হুমকির ফোন আসছে। ফোনের অপর প্রান্ত থেকে সন্তানকে অপহরণ করার হুমকি দিয়ে চাওয়া হচ্ছে টাকা। ভারী গলায় ফোনে দেওয়া সিরিয়াল অপহরণ আতঙ্কে এখন আতঙ্কিত দত্তপুকুর এলাকার একাধিক পরিবার। আতঙ্কিত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই নম্বর থেকে পৃথক পৃথক জায়গায় ফোন করে মা-বাবাকে বলা হচ্ছে নির্দিষ্ট টাকা না দিলে তাঁদের সন্তানদের অপহরণ করে মেরে ফেলা হবে। ওই পরিবার গুলির খুঁটিনাটি সমস্ত তথ্যই মজুত রয়েছে, হুমকি দিয়ে ফোন করা ওই ব্যক্তির কাছে বলেই জানা যাচ্ছে।…