কলকাতার মার্কিন দূতাবাসে বাড়ল নিরাপত্তা, তদন্তে এসটিএফ, কী এমন ঘটল?
আবার কলকাতার মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার ছক করা হয়েছে। তাই সেখানে এসেছে হুমকি ফোন। আর এই হুমকি ফোনের পর উসকে উঠেছে কুড়ি বছর আগের ভয়াবহ স্মৃতির। তখনও ছিল শীতের দিন। হামলা হয়েছিল জঙ্গিদের। এ কে ৪৭–এর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় চার পুলিশ কর্মী এবং এক নিরাপত্তারক্ষীর দেহ। কলকাতার আমেরিকান সেন্টারে সেটাই প্রথম জঙ্গি হামলা। আবার এক হুমকি ফোনে বলা হল—এবার টার্গেট মার্কিন কনস্যুলেট। সেখানে হবে আত্মঘাতী হানা। আলোড়ন পড়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের এসটিএফ। কেন্দ্রীয় সরকারের…