বিশ্ববিদ্যালয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে এ বার ‘স্পিড প্রোগ্রাম’ চালু করলেন রাজ্যপাল

বিশ্ববিদ্যালয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে এ বার ‘স্পিড প্রোগ্রাম’ চালু করলেন রাজ্যপাল

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে এ বার স্পিড প্রোগ্রাম চালু করলেন রাজ্যপাল তথা আচার্য। বিশ্ববিদ্যালয়গুলিতে সিদ্ধান্ত গ্রহণে তাড়াতাড়ি করার জন্য এই স্পিড প্রোগ্রাম। ১২ সেপ্টেম্বর রাতে এই প্রোগ্রাম চালু করেছেন রাজ্যপাল। ২৫টি শিক্ষক সিলেকশন কমিটিও এই প্রোগ্রামের মধ্যে তৈরি করা নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

উপাচার্যদের নিয়ে একটি কমিটিও তৈরি করেছেন রাজ্যপাল৷ মূলত বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনে কী কী কাজ পড়ে রয়েছে এবং কী ভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে আরো দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এই কমিটি করা হয়েছে উপাচার্যদের নিয়ে। রাজভবনে তৈরি করা হয়েছে একটি মনিটরিং সেল এই কাজের মূল্যায়নের জন্য।

বলা হয়েছে, এ বার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও রাজভবনের মনিটেরিং সেলে যে কোন সময় ফোন করতে পারেন। তার জন্য নম্বর এবং ইমেইল আইডি ও দিয়ে দিল রাজভবন। যে ইমেইল আইডির মাধ্যমে অভিযোগও জানাতে পারবেন উপাচার্যরা।

দীর্ঘদিন ধরেই রাজ্য ও রাজ্যপাল সংঘাত চলছে শিক্ষাক্ষেত্র নিয়ে৷ একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কার্যত রাজ্যের কোনও মতামতকেই গুরুত্ব দেয়নি রাজভবন৷ তাই নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী৷ ইতিমধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে বৈঠকেও বসতে চেয়েছেন তিনি৷ কিন্তু রাজভবনের নিষেধাজ্ঞার কথা জানিয়ে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তরবর্তীকালীন উপাচার্যরা রেজিস্ট্রারদের যেতে নিষেধ করেছেন সেই বৈঠকে৷ কোথায় এই দ্বন্দ্বের সমাপ্তি, তার আভাষ এখনও দেখা যাচ্ছে না মোটেই৷

(Feed Source: news18.com)