বিনিয়োগ আনতে বিদেশ সফরে মমতা, গাছ কাটা রুখতে রাস্তায় নামলেন রাজ্যপাল

বিনিয়োগ আনতে বিদেশ সফরে মমতা, গাছ কাটা রুখতে রাস্তায় নামলেন রাজ্যপাল
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নির্বাচনপর্ব মিটে যাওয়ার পর, শিক্ষা নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাত চলছে। সেই আবহেই এবার শহর কলকাতায় সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। বালিগঞ্জে বেআইনি গাছ কাটার অভিযোগ সামনে আসে। তাতে আচমকাই ঘটনাস্থে আবির্ভূত হলেন রাজ্যপাল বোস।  সেই নিয়ে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা দেখা দিয়েছে। (Kolkata News)

রাজ্য-রাজভবন সংঘাতের মধ্যেই শহরে সক্রিয় ভূমিকায় সিভি আনন্দ বোস

বিশ্ববিদ্য়ালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাজ্যপাল বোসের বিরুদ্ধে বেনজির ভাবে আক্রমণ শানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  শাসকদলের অভিযোগ, এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন রাজ্যপাল। রাজ্যপালের দাবি, তিনি যা করেছেন ঠিকই করেছেন। এমনকি সরাসরি রাজ্যকে চ্যালেঞ্জও ছুড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে।

তার মধ্যেই সম্প্রতি মধ্যরাতে রাজভবন থেকে নবান্নে পাঠানো চিঠি ঘিরে সাসপেন্স তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে এবার গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন রাজ্যপাল বোস। মঙ্গলবার বালিগঞ্জে হাজির হন তিনি। বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ শোনেন স্থানীয়দের কাছ থেকে। ঘটনাচক্রে, এই মুহূর্তে রাজ্যে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য বিনিয়োগ আনতে বিদেশ সফরে গিয়েছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে শহরের রাস্তায় সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্যপালকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালিগঞ্জের রোনাল্ড রোডে অভিজাত আবাসনের সামনে বেআইনিভাবে গাছ কাটা হচ্ছিল। বালিগঞ্জ থানা, কলকাতা পুরসভা এবং বন দফতরকে জানানো সত্ত্বেও গাছটি কেটে ফেলা হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সেই নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, মঙ্গলবার সকালে আচমকা ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যপাল।

গাছ কাটা নিয়ে কড়া অবস্থানের কথা জানালেন রাজ্যপাল বোস

এর আগে রামনবমীতে অশান্তির পর হুগলির রিষড়ায় পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল বোস। পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে কখনও ভাঙড়, কখনও ক্যানিং, কোচবিহার, কখনও বাসন্তীতে ছুটে গিয়েছিলেন তিনি। দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণের পর সেদিনই ঘটনাস্থলে যান রাজ্যপাল বোস। আর এবার গাছ কাটার অভিযোগ পেয়েও সশরীরে হাজির হলেন বোস। কিছু অসাধু ব্যক্তিই এই কাণ্ড ঘটাচ্ছেন বলে অভিযোগ করেন। একটি গাছ কাটা হলে, আরও ১০০টি বসানো হবে বলেও স্থানীয়দের প্রতিশ্রুতি দেন তিনি।

(Feed Source: abplive.com)