মেয়ের মতো অনুব্রতরও পুজো কাটবে তিহাড়ে ? সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল জামিনের আবেদনের শুনানি

মেয়ের মতো অনুব্রতরও পুজো কাটবে তিহাড়ে ? সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল জামিনের আবেদনের শুনানি
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। গত সোমবার দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও চার মাস পিছিয়ে যায়। ২২ সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিন মামলার পরবর্তী শুনানি।

মেয়ের মতো বাবারও কি এবার তিহাড় জেলেই কাটবে শারদোৎসব ? সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। ইডির আবেদনের ভিত্তিতে, সম্প্রতি গরু পাচার (Cow Smuggling Case) সংক্রান্ত সব মামলাই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। ফলে তিহাড় জেলে বন্দি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের রাজ্যে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। এর মধ্যেই ফের পিছিয়ে গেল তাঁর জামিনের আবেদনের শুনানি। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ২২ সেপ্টেম্বর।

গতবছরের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। তিহাড়ে (Tihar Jail) না হলেও, গতবছর পুজোও জেলেই কেটেছিল তাঁর। চলতি বছরের ২৬ এপ্রিল একই মামলায় দিল্লিতে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mandal) গ্রেফতার করে ইডি (ED)। বাবার সঙ্গে তাঁরও ঠাঁই হয়েছে তিহাড়ে।

১১ সেপ্টেম্বর অর্থাৎ চলতি সপ্তাহের সোমবার সুপ্রিম কোর্টে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি ৪ মাস পিছিয়ে যায়। অর্থাৎ এবছরের পুজোটা তিহাড় জেলের ছ’নম্বর সেলেই কাটাতে হবে সুকন্য়াকে। এখন অনুব্রত মণ্ডল পুজোর আগে জামিন পান কিনা, উত্তর মিলবে ২২ সেপ্টেম্বর।

(Feed Source: abplive.com)