মাত্র ৫ টাকা খসালেই স্ট্রিট ফুড শাফালে মিলছে, বাড়িতে ট্রাই করতে রইল রেসিপি

মাত্র ৫ টাকা খসালেই স্ট্রিট ফুড শাফালে মিলছে, বাড়িতে ট্রাই করতে রইল রেসিপি

শিলিগুড়ি : পাহাড়ি স্ট্রিট ফুডের মধ্যে একটি জনপ্রিয় হল শাফালে বা শাবালে বলেও জানা হয় এটিকে। এটি মূলত সিকিমের একটি জনপ্রিয় খাবার। মাঝের অংশে মাংস বা বাঁধাকপির পুর ভরা থাকে। তারপর সেই পুর ভরা গোল ও অর্ধচন্দ্রাকার আকারে কেটে প্যানে ভাজা হয়। কখনও কড়াইয়ে ডুবো তেলেও ভেজে রান্না করা হয়।

সাধারণত চাটনি বা চিজের সঙ্গে খেতে দেওয়া হয়। এটি সিকিমের খাবার হলেও শিলিগুড়িতে দেদার বিক্রি হচ্ছে এই শাফালে। শিলিগুড়ির হাতিয়াডাঙার বাসিন্দা রবিন রায় নিজের বাড়িতেই দিয়েছেন তেলে ভাজার দোকান। সেখানেই বিক্রি হচ্ছে শাফালে। যার দাম মাত্র ৫ টাকা।

কিভাবে বানাবেন?

চিনি, লবণ, বেকিং পাউডার,সাদা তেল দিয়ে ময়দা ভাল করে ময়ান দিয়ে তারপর জল দিয়ে মেখে নিতে হবে এবং এরপর ময়দার তালটিকে একটি ভিজে কাপড় দিয়ে ১৫মিনিটের জন্যে ঢেকে রাখতে হবে। চিকেনটিকে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে। এরপর কাটা চামচ দিয়ে সেদ্ধ করা চিকেনের টুকরোগুলোকে আলগা করে ছাড়িয়ে নিতে হবে।

কড়াইতে তেল গরম হলে তাতে একে একে ছোটো করে টুকরো করা আলু, পিয়াজ, রসুন,লঙ্কা, আদাবাটা, দিয়ে একটু ভেজে তাতে জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এতে সেদ্ধ করা চিকেনের টুকরোগুলো, আপনি চাইলে সয়াবিন বা বাঁধাকপি দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো আর বাটার দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।এইভাবে পুরটা তৈরি করে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিতে হবে।

এবারে ময়দার তালটি থেকে ছোটো ছোটো লেচি কেটে গোল করে বেলে নিতে হবে। এবার মাঝখানে চিকেন বা বাঁধাকপির পুরটা দিয়ে তার ওপরে চীজ গ্রেট করে দিতে হবে। এবারে ‘D’ এর মতো করে ভাজ করে নিতে হবে এবং ধারটা ছবির মতো করে মুড়ে দিতে হবে।এবারে গরম ডুবো তেলে ভেজে নিলেই পুরো তৈরী শাফালে।

শাফালে বিক্রেতা রবিন রায় বলেন, ” সিকিমে গিয়েই প্রথম শাফালে খেয়েছিলাম। তারপর এখন নিজের মতো করে বানাই। লোকেরা ভীষণ পছন্দ করেছেন ।” তিনি আরও জানান,” দিনে ১০০ থেকে ১৫০ পিস শাফালে বিক্রি হয়ে যায়।’’ শাফালে খেতে এসে কবিতা রায় জানান, ” আমি মাঝে মাঝেই আমি এখানে খেতে আসি।দারুন খেতে এই শাফালে। “

(Feed Source: news18.com)