বিফলে গিলের শতরান,দলে ৫ বদলের মাশুল!নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে হার ভারতের

বিফলে গিলের শতরান,দলে ৫ বদলের মাশুল!নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে হার ভারতের

কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হার ভারতের। ব্যাটে-বলে টানটান লড়াইয়ের পর শেষ রক্ষা করতে পারল না টিম ইন্ডিয়া। বিফলে গেল শুভমান গিলের অনবদ্য শতরান। ২৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত। বাংলাদেশের বিরুদ্ধে দলে একসঙ্গে ৫ পরিবর্তন করার মাশুল দিতে হল কিনা ভারতকে সেই প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সম্মান রক্ষার ম্যাচ ৬ রানে জিতে বাংলাদেশ।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবকে। সেই দলে সুযোগ পান সূর্যকুমার যাদব, তিলক বর্মা, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। একসময় ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছেল বাংলা টাইগার্সরা।

সেই পরিস্থিতি থেকে শাকিব আল হাসান, তোহিদ হৃদয় ও নাসুম আহমেদের লড়াকু ব্যাটিংয়ে ম্যাচে ফের বাংলাদেশ। এই তিন ব্যাটারের ব্যাটে ভর করেই ভারতকে কলম্বোর স্লো উইকেটে চ্যালেঞ্জিং টার্গেট দিল শাকিব আল হাসানের দল। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করল বাংলা টাইগর্সরা। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে শাকিব। এছাড়া ৫৪ রান করেন তোহিদ হৃদয়, ৪৪ রান করেন নাসুম আহমেদ ও ২৯ রান করেন মেহেদি হাসান। ভারতের সবথেকে বেশি ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর।

রান তাড়া করতে শুরুতেই রোহিত শর্মা ও তিলক ভার্মার উইকেট হারায় ভারত। ১৭ রানে ২ উইকেট হারিয়ে বসে ভারত। এরপরও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। একদিক থেকে একা শুভমান গিল দলকে টানতে থাকেন। বেশ কিছু অনবদ্য শটও খেলেন তিনি। গিলের ব্যাটে ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল ভারতীয় ফ্যানেরা। মিজের শতরানও পূরণ করেন গিল। ১২১ রানে ইনিংস খেলে গিল সাজঘরে ফিরতেই জোর ধাক্কা লাগে ভারতের।

এদিন দলে সুযোগ পেলেও সূর্যকুার যাদব, ইশান কিশান, তিলক ভার্মারা নিরাশ করেন। শেষের দিকে অক্ষর প্যাটেল মারকাটারি ইনিংস খেলে দলকে জয় এনে দেওয়ার চেষ্টা করেন। তবে ৪২ রানের ইনিংস খেলে অক্ষর সাজঘরে ফিরতেই সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত। ৬ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। আগামি রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা।

(Feed Source: news18.com)