‘অনেক দিনের আমার যে গান’! এক সন্ধ্যায় স্বর্ণযুগের গানের নস্টালজিয়ায় মাতল শহর

‘অনেক দিনের আমার যে গান’! এক সন্ধ্যায় স্বর্ণযুগের গানের নস্টালজিয়ায় মাতল শহর

কলকাতা: ৩০-এর দশকের মাঝ সময় থেকে মধ্য ৭০-এর সময়, বাংলা গানের স্বর্ণযুগ হিসাবে পরিচিত। এই সময়টা যা-ই সৃষ্টি হয়েছে, প্রায় সবই সোনা। এক দিকে যেমন গায়ক, যেমন সুরকার, তেমনই গীতিকার। সব কিছুতেই যেন ছিল আকাশছোঁয়া সাফল্য। ভক্তিগীতি, ফিল্মের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুলপ্রসাদের গান, দ্বিজেন্দ্রগীতির বাইরেও একটা বিরাট বড় গানের জগতের সূচনা হয়েছিল।

আজ সময় বদলেছে, কিন্তু স্মৃতি ফিকে হয়নি, সময়ের বহমানতায় স্বর্ণযুগের গান প্রতিদিন নতুন রূপে ধরা দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর আইসিসিআর অডিটরিয়ামে স্বর্ণযুগের কিছু কালজয়ী গানের সঙ্গে সমকালীন বাংলা কবিতায় এক সেতু বাঁধা হল ‘ অনেক দিনের আমার যে গান’ শীর্ষক অনুষ্ঠানে। গানে সোমদত্তা বন্দ্যোপাধ্যায়, সমিক পাল এবং কবিতায় মৌনীতা চট্টোপাধ্যায়। সোমদত্তার কণ্ঠে ‘চলে যেতে যেতে দিন বলে যায়’, ‘মায়াবতী মেঘে এল তন্দ্রা’, শমীকের কণ্ঠে ‘এত সুর আর এত গান’, ‘শোনো কোনো একদিন’, দ্বৈত কণ্ঠে গাওয়া ‘কে যেন গো ডেকেছে আমায়’, ‘নীড় ছোটো ক্ষতি নেই’ বিশেষ ভাবে উল্লেখ্য।

যন্ত্রসঙ্গীত শিল্পীদের মধ্যে বাঁশিতে সৌম্যজ্যোতি ঘোষ, কী বোর্ডে সঞ্জীব দেব, তবলায় সুভাষ পাল, গীটারে ঋত্বিক মিত্র, আক্টোপ্যাডে লিটু দাস সঙ্গত করেন। সমগ্র অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনায় ছিলেন শ্যাম সরকার।

আজ সময় বদলেছে, কিন্তু স্মৃতি ফিকে হয়নি, সময়ের বহমানতায় স্বর্ণযুগের গান প্রতিদিন নতুন রূপে ধরা দিয়েছে, আমাদের মনকে আবিষ্ট করেছে। গত ৯ই সেপ্টেম্বর, আইসিসিআর অডিটরিয়ামে স্বর্ণযুগের কিছু কালজয়ী গান সঙ্গে সমকালীন বাংলা কবিতায় এক সেতু বাঁধা হলো, ‘ অনেক দিনের আমার যে গান ‘ শীর্ষক অনুষ্ঠানে। গানে সোমদত্তা ব্যানার্জী, সমিক পাল এবং কবিতায় মৌনীতা চট্টোপাধ্যায়। সোমদত্তার কন্ঠে চলে যেতে যেতে দিন বলে যায়, মায়াবতী মেঘে এলো তন্দ্রা, শমীকের কন্ঠে এত সুর আর এতো গান, শোনো কোনো একদিন, দ্বৈতকন্ঠে গাওয়া কে যেন গো ডেকেছে আমায়, নীড় ছোটো ক্ষতি নেই বিশেষ ভাবে উল্লেখ্য।যন্ত্রসঙ্গীত শিল্পীদের মধ্যে বাঁশিতে সৌম্যজ্যোতি ঘোষ, কী বোর্ডে সঞ্জীব দেব, তবলায় সুভাষ পাল, গীটারে ঋত্বিক মিত্র, আক্টোপ্যাডে লিটু দাস সঙ্গত করেন। সমগ্র অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনায় ছিলেন শ্যাম সরকার।

(Feed Source: news18.com)