নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা, নির্দেশিকা জারি করল ভারত-কানাডা

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা, নির্দেশিকা জারি করল ভারত-কানাডা
নয়াদিল্লি: খালিস্তানপন্থী শিখ নেতার মৃত্যুতে সংঘাত চরমে। সেই আবহে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল দুই দেশই। বুধবার প্রথমে ভারতে থাকা নিজেদের নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে কানাডা সরকার। এর পর দিল্লির তরফে কানাডায় থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করা হল। ভারতে হামলার সম্ভাবনা রয়েছে বলে কানাডীয়দের সতর্ক করল সে দেশের সরকার। ভারতীয়দের কানাডা যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ দিল্লির। (India-Canada Relations)

কানাডা সরকারের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয় সে দেশের নাগরিকদের জন্য। তাতে বলা হয়, ‘ভারতে থাকলে এই মুহূর্তে সতর্ক হয়ে যান, কারণ দেশ জুড়ে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে।  এই মুহূর্তে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। যে কোনও মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। সর্বদা সতর্ক থাকুন। খবরে চোখ রাখুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন’। (India vs Canada)

খুব প্রয়োজন না থাকলে এই মুহূর্তে ভারতে যাওয়ার প্রয়োজন নেই বলেও নাগরিকদের সতর্ক করেছে কানাডার সরকার। নির্দেশিকায় বলা হয়, ‘আপনাদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েছে। ওই দেশে, ওই উপমহাদেশে পারিবারিক, ব্যবসা বা অন্য কাজে যাওয়া আদৌ প্রয়োজন কিনা, ভেবে দেখুন। আর যদি চলে গিয়ে থাকেন, থাকা দরকার কিনা বিবেচনা করুন। খুব প্রয়োজন না থাকলে অবিলম্বে চলে আসুন’।

এর পরই, বুধবার দিল্লির তরফে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়। বিদেশমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়, ‘কানাডায় এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক মদতপুষ্ট হিংসা এবং অপরাধের বৃদ্ধি চোখে পড়ছে। যে সমস্ত ভারতীয় ওখানে রয়েছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন, সকলকে সতর্ক করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় কূটনীতিক এবং কিছু সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে নিশানা করা হয়েছে,যাঁরা ভারতবিরোধী কার্যকলাপের সমর্থক নন। তাই ভারতীয়দের এই মুহূর্ত কানাডা যাওয়া থেকে বিরত থাকা উচিত’।

(Feed Source: abplive.com)