পায়ে হাত দিলেই উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন গণেশদেব! ঘটছে অবাক কাণ্ড! ভাইরাল ভিডিও

পায়ে হাত দিলেই উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন গণেশদেব! ঘটছে অবাক কাণ্ড! ভাইরাল ভিডিও

কলকাতা: গণেশ পুজো! মুম্বই শহরে ধুমধাম করে পালন করা হয় এই পুজো। মুম্বই-এর বেশিরভাগ সেলেবদের বাড়িতেই হয় গণেশ পুজো। সলমন খানের বাড়ির গণেশ পুজো তো সকলের জানা। শুধু সলমন নন, শিল্পা শেট্টি, শাহরুখ খান, অক্ষয় কুমার, নানা পাটেকর থেকে শুরু করে প্রায় সকলেই জাঁকজমক করে গণেশপুজো পালন করেন। তবে এই পুজো আর শুধু মুম্বইতে সীমাবদ্ধ নেই। আমাদের রাজ্যেও ঘটা করে পালন করা হয় গণেশ পুজো। কলকাতাতেও বেশ বড় বড় গণেশ পুজো হতে দেখা যায়! এমনকি জেলাতেও বহু জায়গায় করা হয় গণেশ পুজো। বেশির ভাগ বাড়িতেও পালন করা হয় এই পুজো। দশদিন ধরে চলে গণেশ উৎসব! তবে এবার এই পুজোয় এমন এক ঘটনা ঘটেছে যা আপনাকে চমকে দেবে।

মানিকতলার ১৪ নম্বর ওয়ার্ডের গণেশ পুজো দেখলে আপনি অবাক হবেন! এমন গণেশ আগে দেখেননি। মানিকতলার এই ক্লাবের নাম ‘আমরা সবাই’! এই ক্লাবে বড় করেই গণেশ পুজো করা হয়। তবে এ বছর রয়েছে এক বিরাট চমক। ভাবুন তো গণেশ ঠাকুরের পায়ে হাত দিয়ে যেই না প্রণাম করছেন ওমনি যদি গণেশ দেব উঠে দাঁড়িয়ে আপনাকে আর্শীবাদ করেন, তবে কেমন হয়! হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে ‘আমরা সবাই’-এর গণেশ পুজোতে! ভিডিও দেখলে চমকে যাবেন!

এই পুজো দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বহু মানুষ! তবে যেই না গণেশ ঠাকুরের পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করছেন, ওমনি উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন গণেশ ঠাকুর। হ্যাঁ এক অভিনব স্টাইলে এবার গণেশ মূর্তি তৈরি করেছে এই ক্লাব। গণেশের পা ছুঁলেই উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন তিনি। ১৯ তারিখ ছিল গণেশ পুজো। তবে এই প্যান্ডেলে এখনও বহু মানুষ ভিড় করছেন গণেশ দেবের আর্শীবাদ পেতে! এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই ভাইরাল হয়। বহু মানুষ এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন।

(Feed Source: news18.com)