চলতি সপ্তাহেই গণেশ পুজো, জানুন ভারতের সেরা ১০টি শহরের পুজো সম্পর্কে
সিদ্ধি বিনায়ক বলুন বা গণপতি, পার্বতী নন্দন বলুন কিম্বা বিঘ্নহর্তা, নাম হাজারটা থাকলেও সকলের কাছে সে বড় আদরের গণেশ। চলতি বছর ৭ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পালন হবে গণেশ পূজো। গণেশ চতুর্থী উপলক্ষে এক নজর দেখে নিন ভারতবর্ষের সেরা দশটি শহরের গণেশ পূজোর হদিশ। মুম্বই: ভারতের যে শহরটিতে সব থেকে বেশি ধুমধাম করে গণেশ পূজো পালন করা হয় সেটি হল মুম্বই। মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির, লালবাগচা রাজা, খেতওয়ারি গণপতি পুজো দেখার জন্য সারা ভারতবর্ষের মানুষ ভিড় করেন এই শহরে। প্রায়…