পায়ে হাত দিলেই উঠে দাঁড়িয়ে আর্শীবাদ করছেন গণেশদেব! ঘটছে অবাক কাণ্ড! ভাইরাল ভিডিও
কলকাতা: গণেশ পুজো! মুম্বই শহরে ধুমধাম করে পালন করা হয় এই পুজো। মুম্বই-এর বেশিরভাগ সেলেবদের বাড়িতেই হয় গণেশ পুজো। সলমন খানের বাড়ির গণেশ পুজো তো সকলের জানা। শুধু সলমন নন, শিল্পা শেট্টি, শাহরুখ খান, অক্ষয় কুমার, নানা পাটেকর থেকে শুরু করে প্রায় সকলেই জাঁকজমক করে গণেশপুজো পালন করেন। তবে এই পুজো আর শুধু মুম্বইতে সীমাবদ্ধ নেই। আমাদের রাজ্যেও ঘটা করে পালন করা হয় গণেশ পুজো। কলকাতাতেও বেশ বড় বড় গণেশ পুজো হতে দেখা যায়! এমনকি জেলাতেও বহু জায়গায় করা…