সিদ্ধি বিনায়ক বলুন বা গণপতি, পার্বতী নন্দন বলুন কিম্বা বিঘ্নহর্তা, নাম হাজারটা থাকলেও সকলের কাছে সে বড় আদরের গণেশ। চলতি বছর ৭ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পালন হবে গণেশ পূজো। গণেশ চতুর্থী উপলক্ষে এক নজর দেখে নিন ভারতবর্ষের সেরা দশটি শহরের গণেশ পূজোর হদিশ।
মুম্বই: ভারতের যে শহরটিতে সব থেকে বেশি ধুমধাম করে গণেশ পূজো পালন করা হয় সেটি হল মুম্বই। মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির, লালবাগচা রাজা, খেতওয়ারি গণপতি পুজো দেখার জন্য সারা ভারতবর্ষের মানুষ ভিড় করেন এই শহরে। প্রায় হাজারের ওপর বারোয়ারি গণেশ পূজো হয় এই শহরে।
পুণে: মুম্বই শহরের পাশেই রয়েছে পুণে। এখানেও প্রায় হাজারের কাছাকাছি বারোয়ারি গণেশ পূজো হয়। তুলসী বাগ, কসবা সহ বিভিন্ন গণেশ পূজার আরম্ভর চোখে দেখার মত।
গণপতি পুল: মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় এই শহরে ৪০০ বছরের পুরনো স্বয়ংভু গণপতি মন্দিরের পুজো দেখার জন্য বহু মানুষ ভিড় করেন। এই মন্দিরের পূজো দেখার ভিড় পাশের শহর সাগরতট পর্যন্ত চলে যায়।
গোয়া: মুম্বইয়ের পার্শ্ববর্তী শহর গোয়ায় মাপুসা – র খন্ডলা এবং গণেশ পুরীতে প্রচুর গনেশ পুজো হয়। এছাড়াও গোয়ার পানাজিতে প্রায় শতাধিক গণেশ পূজো উদযাপন করা হয়।
কানিপক্কম: অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার বারসিদ্ধি বিনায়ক মন্দিরের গণেশ পুজো পৃথিবী বিখ্যাত। এই পুজোটি ছাড়াও আশেপাশে বহু বারোয়ারি পূজো হয়।
বেঙ্গালুরু: দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে যে পূজো হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল পঞ্চমুখী হেরম্ভ গণপতি মন্দির, অনন্ত নগর এবং শ্রী জম্বুর গনেশ পূজা।
তিরুঅনন্তপুরম: অন্ধ্রপ্রদেশের খুব কাছে অবস্থিত এই শহরের পঞ্চভঙ্গরী মহাগনপতি মন্দিরের পুজো গোটা কেরলে বিখ্যাত।
চেন্নাই: এই শহরে মূলত প্রত্যেক বাড়িতেই গণেশ পূজো হয়। বারোয়ারি পূজো তেমন না হলেও বাড়ির পুজোই হয় নজরকাড়া।
মহীশূর: মহীশূর প্যালেস অর্থাৎ মহীশূর রাজপ্রাসাদের ধুমধাম করে পালন করা হয় গণেশ পূজো।
হায়দ্রাবাদ: বারোয়ারি ক্লাব এবং বাড়ি মিলিয়ে এই শহরে প্রায় ৭০ হাজারের বেশি গনেশ পূজো হয়। এই শহরের প্রাচীন গণেশ পূজার মধ্যে উল্লেখযোগ্য খয়রতাবাদ এবং গোলিপুরার গনেশ পূজা।
(Feed Source: hindustantimes.com)