অবিকল মানুষের মতো, মানুষের থেকেও ভাল যোগাসন করছে ‘এই’ রোবট… দেখে হাঁ হয়ে যাবেন

অবিকল মানুষের মতো, মানুষের থেকেও ভাল যোগাসন করছে ‘এই’ রোবট… দেখে হাঁ হয়ে যাবেন

 মানুষ যা যা কাজ করে, সেই কাজ অনায়াসে প্রায় তুড়ি মেরে করে দিচ্ছে এক রোবট। যোগাভ্যাস থেকে শুরু করে কালার ব্লক বেছে নেওয়া- এই সবই করতে পারছে ওই যন্ত্রমানব। কিন্তু তার পরিচয় কী? সবটাই খোলসা করে বলা হবে।

রবিবার এক দুর্দান্ত ভিডিও শেয়ার করেছে টেসলা। তাতে প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে যে, তাদের হিউম্যানয়েড রোবট অপ্টিমাস নিজে নিজেই যোগাভ্যাস করছে। এমনকী কালার ব্লক আলাদা করছে। আর সেটা একজন মানুষ যেভাবে কিংবা যে গতিতে করে, সেই গতিতেই কাজ সারছে সে। যখন একজন মানুষ অতিরিক্ত জটিলতা সৃষ্টি করার জন্য এই কাজে হস্তক্ষেপ করে, তখন রোবট দ্রুত এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং সফল ভাবে কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই হিউম্যানয়েড রোবট যখন যোগাসন করছে, তখন সে এক পায়ে দাঁড়িয়ে আর একটি পা প্রসারিত করছে। ব্যালেন্স এবং নমনীয়তা প্রদর্শন করছে যন্ত্রমানব। ভিডিও অনুযায়ী, অপ্টিমাস নিজের হাত এবং পা সঞ্চালন করতে সক্ষম। এটি ভিশন এবং জয়েন্ট পজিশন এনকোডার ব্যবহার করে মহাকাশে নিজের অঙ্গ-প্রত্যঙ্গগুলিকে সুনির্দিষ্ট ভাবে সনাক্ত করতে পারে।

(Feed Source: news18.com)