ছাত্রমৃত্যু নিয়ে এত বিতর্ক, তারপরও স্ট্যানফোর্ডের সেরার তালিকায় যাদবপুরের ৪৪!

ছাত্রমৃত্যু নিয়ে এত বিতর্ক, তারপরও স্ট্যানফোর্ডের সেরার তালিকায় যাদবপুরের ৪৪!

সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিনের তরফে প্রকাশ করা হয়েছিল বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা। গতবারের মতো এবারও এই তালিকায় স্থান পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর গতকাল প্রকাশিত হল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকদের তালিকা। বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের সেই তালিকায় যাদবপুরের ৪৪ জন পড়ুয়া এবং শিক্ষক স্থান পেয়েছেন বলে জানা গিয়েছে। গতবছর এই তালিকায় ছিলেন ৪২ জন। এবার সেই সংখ্যা আরও কিছুটা বেড়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই যাদবপুরের ছাত্রাবাসে পড়ুয়ার মৃত্যু ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই যাদবপুরের ‘মুণ্ডপাত’ করেছিল।

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভারতের মোট ৯১টি শিক্ষা প্রতিষ্ঠান সেই তালিকায় ছিল। গতবছর এই তালিকায় ভারতের ৭৫টি প্রতিষ্ঠান ছিল। এই বছর আরও ১৬টি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে এই তালিকা। তালিকায় কলকাতার দুই নামকরা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ও আছে। তবে প্রথম ১০০০টি প্রতিষ্ঠানের মধ্যে স্থান হয়নি তাদের।

তালকিয়া ১০০০ থেকে ১২০০-র মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। ক্রমতালিকা অনুযায়ী, যাদবপুরের পড়ুয়া সংখ্যা ১৪,৩৩৮। পড়ুয়া পিছু অধ্যাপকের সংখ্যা ২১.৩। শিক্ষাকতার ক্ষেত্রে যাদবপুরের স্কোর ৩৫.৩। আগের বারে তা ৩৫ ছিল। গবেষণার পরিবেশের ক্ষেত্রে যাদবপুরের স্কোর ১৫.৮। গতবার তা ছিল ১৬.৯। এদিকে গবেষণার মানের দিক দিয়ে যাদবপুরের স্কোর ৪৬। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ১০০০ থেকে ১২০০-র মধ্যেই। গতবারের তুলনায় এবার কলকাতার স্কোর কমেছে। রিপোর্ট অনুযায়ী, কলকাতার পড়ুয়া সংখ্যা ১৭,৮৭৯। পড়ুয়া পিছু অধ্যাপকের সংখ্যা ১৪.২। শিক্ষাকতার ক্ষেত্রে কলকাতার স্কোর ৪০। গতবার এই স্কোর ছিল ৪৬। এদিকে গবেষণার পরিবেশের দি দিয়ে কলকাতার স্কোর ১৫.২। গতবার তা ছিল ১৭.৬। এদিকে গবেষণার মানের ক্ষেত্রে কলকাতার এবারের স্কোর ৩৩.৭।

(Feed Source: hindustantimes.com)