এই ৭ দেশে পড়তে যেতে পারেন ভারতীয় পড়ুয়ারা, খরচ অনেকটাই কম

এই ৭ দেশে পড়তে যেতে পারেন ভারতীয় পড়ুয়ারা, খরচ অনেকটাই কম

কলকাতা: খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছে কানাডা। হাউজ অফ কমনসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ, ‘এই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার সম্ভাব্য প্রমাণ রয়েছে’।

যদিও পত্রপাঠ অভিযোগ খারিজ করে দিয়েছে ভারত। কিন্তু তারপর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

ট্রুডোর অভিযোগের পরই কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে নিযুক্ত কানাডার এক শীর্ষ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারতও।

শুধু তাই নয়, কানাডার নাগরিকদের ভিসা দেওয়াও বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। পড়াশোনার জন্য প্রতি বছর ভারত থেকে বহু ছাত্র কানাডায় যান। দু’দেশের টানাপোড়েনের মাঝে তাঁরা পড়েছেন বিপদে। তবে চিন্তা নেই।

কানাডায় পড়াশোনার জন্য প্রতি বছর ১৮ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়। এর অনেক কমে বিদেশের একাধিক নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন পড়ুয়ারা।

ইতালি: সৌন্দর্যে ইতালির জুড়ি নেই। সংস্কৃতিও বহু প্রাচীন। আর রান্না তো জগৎবিখ্যাত। পড়াশোনার জন্য কানাডার বদলে ইতালিতে যেতে পারেন ভারতীয় পড়ুয়ারা। পড়াশোনার জন্য বছরে খরচ হবে ৯ লাখ টাকা।

জার্মানি: বিশ্বমানের একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে জার্মানিতে। পড়াশোনার খরচও কানাডার তুলনায় অনেক সস্তা। সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে বিনামূল্যে পড়াশোনা করা যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খরচ ৩ থেকে ৪ লাখ টাকা।

বেলজিয়াম: বেলজিয়ামকে পশ্চিম ইউরোপের প্রাণকেন্দ্র বলা হয়। ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর রয়েছে এখানে। বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বছরে ৭ থেকে ১১ লাখ টাকা।

ডেনমার্ক: ডেনমার্ক ছোট্ট দেশ। জনসংখ্যাও কম। কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিশীল শিক্ষা গন্তব্য হিসাবে স্থান করে নিয়েছে। ডেনমার্কে পড়াশোনার জন্য বছরে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করতে হবে।

স্পেন: প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভিড় জমান স্পেনে। কারণ গোটা ইউরোপের মধ্যে এ দেশের টিউশন ফি সবচেয়ে কম। স্পেনের কোনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য খরচ বছরে ১০ লাখ টাকার কম।

নরওয়ে: নরওয়ের বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব জোড়া খ্যাতি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের থেকে টিউশন ফি নেওয়া হয় না। এখানে পড়াশোনা করতে চাইলে বছরে খরচ হবে বড়জোর ১ থেকে ২ লাখ টাকা।

পোল্যান্ড: অনেকেই জানেন না, পোল্যান্ডেই রয়েছে বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনার খরচ বছরে ৬ লাখ টাকার কম।

(Feed Source: news18.com)