Hottest September: ইতিহাসের উষ্ণতম মাস ছিল সেপ্টেম্বর! ২০২৩-ও কি সবচেয়ে উষ্ণ বছর হওয়ার পথেই?

Hottest September: ইতিহাসের উষ্ণতম মাস ছিল সেপ্টেম্বর! ২০২৩-ও কি সবচেয়ে উষ্ণ বছর হওয়ার পথেই?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেপ্টেম্বর মাসটি ছিল উষ্ণতম মাস। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে চলতি বছরটিই হয়তো মানব-ইতিহাসের উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারে! ‘ওয়ার্ল্ড মেটিওরলজিক্যাল অর্গানাইজেশন’ (WMO) এই তথ্য দিয়েছে। তবে তারা এই ডেটা সংগ্রহ করেছে ‘ইউরোপিয়ান ইউনিয়নস কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’ (C3S)।

জানা গেল, গত সেপ্টেম্বর মাসটি ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর! এর মানে হল, এর আগে মানব-ইতিহাসের আর কোনো সেপ্টেম্বর ২০২৩ সালের এই  সেপ্টেম্বর মাসের মতো এত গরম ছিল না! ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) তাদের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম ৯ মাসের গড় তাপমাত্রা দেখেই বিজ্ঞানীরা বলছেন, ২০২৩ সালটিও ইতিহাসের উষ্ণতম বছর হওয়ার পথেই রয়েছে! ‘সিথ্রিএস’ বলছে, এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের গড় তাপমাত্রা আগের যেকোনো বছরের প্রথম ৯ মাসের গড় তাপমাত্রার চেয়ে ০.৫২ ডিগ্রি সেলসিয়াস (০.৯ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল!

প্রতিবেদনে বলা হয়, এর আগে বছরের প্রথম ৯ মাসে সবচেয়ে বেশি গরম ছিল ২০১৬ সালে। আর এই ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তাপমাত্রা তার চেয়েও ০.০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২০২৩ সালে সবচেয়ে চরম আবহাওয়া দেখা গিয়েছে সেপ্টেম্বরেই।

বিজ্ঞানীরা মনে করেন, এই গরম-বিপর্যয়ের পিছনে রয়েছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং দ্রুত বাড়ছে। আবহাওয়াও চরম রূপ নিচ্ছে। ইদানীংকালে ঘন ঘন ঝড়ের তাণ্ডবের মূল কারণ হিসেবেও এই বিষয়টিকেই চিহ্নিত করে আসছেন বিজ্ঞানীরা।

(Feed Source: zeenews.com)