অনুশীলন পর্বে জোড়া ধাক্কা, কিউয়ি ডুয়েলে অনিশ্চিত সূর্য-ঈশান

অনুশীলন পর্বে জোড়া ধাক্কা, কিউয়ি ডুয়েলে অনিশ্চিত সূর্য-ঈশান
ধর্মশালা : নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে (India vs New Zealand)। কিউয়ি ডুয়েলের জন্য টিম কম্বিনেশন গঠনের ক্ষেত্রে আরও সমস্যার সামনে পড়তে পারেন রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা। কারণ, অনুশীলনের মাঝে জোড়া অঘটনের জেরে নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চিত সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। ইতিমধ্যে চোটের জেরে রবিবারের মেগা ম্যাচে নেই হার্দিক পাণ্ড্য। এবার সূর্য-ঈশানের জোড়া অনিশ্চয়তা কিছুটা চিন্তা বাড়াবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

অনুশীলন মাঝপথে থামিয়েই এদিন মেডিক্যাল সাহায্য নিয়ে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। নেটে ব্যাটিং করার সময় কবজি চোট পেয়েছেন সূর্য। আর মাথার পিছনের দিকে বোলতা (honeybee) কামড়েছে ঈশানের। তিনিও তখন ব্যাটিং অনুশীলন করছিলেন এইচপিসিএ (HPCA) স্টেডিয়ামে। বোলতা মাথার পিছনের দিকে কামড়ানোর পরে বেশ খানিকটা অস্বস্তি বোধ করায় অনুশীলন ছেড়ে ফিরে যান ঈশান।

যে ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে পড়তে হয় অনুশীলনরত টিম ইন্ডিয়াকে। সূর্যর কবজিতে আছড়ে পড়ে একটি বল। ব্যথায় হাত থেকে ব্যাট পড়ে যায় তাঁর। ফের একবার ছুটে যান মেডিক্যাল সাপোর্ট টিমের সদস্যরা। খানিকটা বরফ ঘষার পর দেখা যায় সূর্যকুমার যাদবের (Sutya Kumar Yadav) ডান হাতের কবজিতে মোটা করে ব্যান্ডেজ বাঁধা হচ্ছে। যা নিয়েই কিছুটা পরে অনুশীলন ছেড়ে বেরিয়ে যান সূর্যও। তাঁর কবজির চোট ঠিক কতটা গুরুতর, সে নিয়ে এখনও আর কোনও তথ্য পাওয়া যায়নি।

এমনিতেই গত বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে নিউজিল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। অলরাউন্ডার হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিংকে ভরসা দেওয়ার ক্ষেত্রে সূর্যকে অন্যতম ভরসার পাত্র বলে মনে করার কথা আগেই জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেই অবস্থা কিউয়ি ম্যাচের আগের দিন অনুশীলনে সূর্য-র কবজিতে চোট পাওয়া খানিক মাথাব্যথা বাড়াবে টিম ইন্ডিয়ার।

ঈশান কিষাণের (Ishan Kishan) ক্ষেত্রে অবশ্য আগামীকালের ম্যাচে প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। কারণ, ডেঙ্গি সারিয়ে ফিট হয়ে দলে ফেরা শুভমন গিলই ওপেন করার ক্ষেত্রে রোহিতের পার্টনার হওয়ার ব্যাপারে প্রথম পছন্দ। কিন্তু তাও অনুশীলনের মাঝে বোলতার কামড়ে এভাবে তাঁকে দ্রুত মেডিক্য়াল সাপোর্ট নিয়ে হওয়ার ঘটনাও বেশ অস্বস্তিুকর।

এবারের বিশ্বকাপে (World Cup 2023) ভারতের মতোই তাদের ৪ টি ম্যাচেই জিতেছে নিউজিল্যান্ড। বড় প্রতিযোগিতায় গত কয়েক বছরে ভারতের অন্যতম ধাক্কা খাওয়ার জায়গা হয়ে ওঠা কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এভাবে আবার জোড়া ধাক্কায় সূর্য-ঈশানের অনিশ্চিত হওয়া বিড়ম্বনা বাড়াবে টিম ইন্ডিয়ায়।