খুব শীঘ্রই শুরু হতে চলেছে করণ জোহরের বহু চর্চিত এবং বিতর্কিত শো ‘কফি উইথ করণ-৮’ (Koffee With Karan Season 8)। আগামী শুক্রবার (26 October) ডিজনি + হটস্টারে এই শোয়ের প্রিমিয়ার হবে। আর এবার এই শোয়ের শুরুতেই থাকছেন বিশেষ চমক। আর সেই চমকটা দেবেন রণবীর-দীপিকা।
এই প্রথমবার! ২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো দেখাবেন দীপবীর। হ্য়াঁ, ঠিকই শুনছেন। ৫ বছর আগে নিজেদের সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সমস্ত দৃশ্য দেখতে পাবেন অনুরাগীরা। যে বিয়ে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুধুমাত্র দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। সিন্ধি ও কোঙ্কনি, দুই রীতি মেনে দু’দিন ধরে হয়েছিল ‘দীপবীর’-এর বিয়ের অনুষ্ঠান। এর আগে তারকা দম্পতির বিয়ের নানান ছবি সামনে এসেছে। এবার সেই বিয়ের সমস্ত রীতিনীতি এবার ভিডিয়ো আকারে উঠে আসবে অনুরাগীদের সামনে।
প্রসঙ্গত, সঞ্জয়লীলা বনশালির ২০১৩ সালের ছবি গোলিয়োঁ কি রাসলীলা: রাম-লীলা-এর ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। ইতিমধ্যেই সেই ছবি মুক্তির ১০ বছর অতিক্রান্ত হয়েছে। রামলীলার পর বনশালির আরও দুটি পিরিয়ড ড্রামায় একসঙ্গে কাজ করেছেন রণবীর-দীপিকা। একটি ‘বাজিরাও মস্তানি’ অপরটি ‘পদ্মাবত’। একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করার কারণেই দীপিকা-রণবীরের প্রেম আরও গভীর হয়। পরবর্তী সময়ে ২০৪ সালে হোমি আদাজানিয়ার ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে দীপিকার স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর। বিয়ের পর ২০২১ পিরিয়ড স্পোর্টস ড্রামা ‘83’-তেও একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর, আর তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। আগামী বছর রোহিতের কপ ফিল্ম ‘সিংহম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
(Feed Source: hindustantimes.com)