বাঙালিয়ানার সঙ্গে আলাপ বিপাশা-কন্যার, দীপিকা-রণবীরের বিয়ের অজানা গল্প! নজরে সোশ্যালের সেরা পোস্

বাঙালিয়ানার সঙ্গে আলাপ বিপাশা-কন্যার, দীপিকা-রণবীরের বিয়ের অজানা গল্প! নজরে সোশ্যালের সেরা পোস্

কলকাতা: আজ নবমী। আগামীকাল উৎসবের শেষলগ্ন। সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলই উৎসবের ছবি। তারমধ্যেও, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল টলিউড ও বলিউডের কোন কোন খবর? দেখে নেওয়া যাক আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি।

২০১৫ সালেই গোপনে বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা, জানতেন না কেউই!

তাঁদের বিয়ে হয়েছে ২০১৮ সালে। সেই কথা সবারই জানা। ইতালির লেক কোমোয় সেই রাজকীয়-স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। তবে, ২০১৮ নয়, তাঁদের নাকি বিয়ে হয়েছিল ২০১৫ সালে! সদ্য ‘কফি উইথ কর্ণ’ (Koffee With Karan)-এর প্রোমো সামনে আসতেই তোলপাড়… দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর রণবীর সিংহের (Ranveer Singh) নাকি বিয়ে হয়ে গিয়েছিল ২০১৫ সালেই! আর সেই কথা বলছেন খোদ রণবীর! ‘কফি উইথ কর্ণ’ কার্যত বলিউডের অজানা গল্পের ঝুলি। যে সমস্ত তারকারা এই টক শো-তে আসেন, তাঁদের অনেক অজানা গল্পের বাক্স খোলেন কর্ণ জোহর (Karan Johar)। আজ প্রকাশ্যে এসেছে ‘কফি উইথ কর্ণ’ -র নতুন এপিসোডের প্রোমো। আর সেখানেই হাজির হবেন দীপিকা আর রণবীর। যাঁদের দাম্পত্য অনেকটাই খোলামেলা, সুখী, তাঁদের জীবনেও যে কত অজানা গল্প রয়েছেন, তা জানা যাবে নতুন এই এপিসোডে।

দেবীর দেবী-দর্শন

দেবীর দেবী-দর্শন। একরত্তি মেয়েকে নিয়ে দুর্গাপুজোর মণ্ডপে অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) ও কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। মেয়েকে উচ্ছ্বাসের সঙ্গে তিনি চেনাচ্ছেন, মেয়েকে আলাপ করাচ্ছেন বাঙালিয়ানার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। সঙ্গে শেয়ার করে নিয়েছেন সেই ভিডিওটি। একটি সবুজ-সোনালি শাড়িতে সেজেছিলেন বিপাশা। টানটান করে বাঁধা খোঁপা, তাতে জুঁই ফুলের মাথা জড়ানো। কপালে টিপ ও কানে ভারি ঝুমকো। অন্যদিকে কর্ণ সেজেছিলেন সাদা পাজামা পাঞ্জাবিতে। ছোট্ট মেয়েকেও বেনারসি ফ্রক পরিয়ে মণ্ডপে নিয়ে এসেছিলেন বিপাশা। সেই ভিডিওতে দেখা গেল, কর্ণের কোলে রয়েছে ছোট্ট দেবী। আর বিপাশা উচ্ছ্বসিত হয়ে দেবীকে চেনাচ্ছেন দেবী দূর্গা, কার্তিক, গণেশ আর তাদের বাহনদের। বিপাশা বাঙালি। আর তাই, দুর্গাপুজো তাঁর কাছে ভীষণ বিশেষ। সেই সংস্কৃতি, উপাচারের সঙ্গে ছোট্ট দেবীকে আলাপ করিয়ে দিতে চান তিনি। আপাতত মুম্বাইবাসী হলেও, বিপাশা চান, তাঁর একরত্তি মেয়ে একাত্ম হোক বাঙালিয়ানার সঙ্গে।

(Feed Source: abplive.com)