Aamir Khan | Fatima Sana Shaikh: ২৭ বছরের ছোট চর্চিত প্রেমিকা ফতিমার সঙ্গেই পর্দায় ফিরছেন আমির!

Aamir Khan | Fatima Sana Shaikh: ২৭ বছরের ছোট চর্চিত প্রেমিকা ফতিমার সঙ্গেই পর্দায় ফিরছেন আমির!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দঙ্গলের পর থেকেই বিটাউনের অন্দরে গুঞ্জন, নিজের থেকে ২৭ বছরের ছোট ফতিমা সানা শেখের(Fatima Sana Shaikh) প্রেমে পড়েছেন আমির খান(Aamir Khan)। বলিউডের(Bollywood) মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবার প্রায় বছর দেড়েকের বিরতির পর বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই খবর। শোনা যাচ্ছে, জানুয়ারিতেই চর্চিত প্রেমিকার সঙ্গে ফতিমা সানা শেখকে নিয়ে শুটিং সেটে ফিরবেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আমির খানের আগামী প্রযোজনার জন্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। তবে কমেডি ড্রামা ঘরানার সিনেমার নাম এখনও নিশ্চিত হয়নি।জানা যায়, সিক্রেট সুপারস্টারের পরিচালক অদ্বৈত চন্দনকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নতুন প্রজেক্টের। চলতি মাসের শুরুর দিকেই অভিনেতাকে চিত্রনাট্য শোনানো হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন অদ্বৈত। আগামী বছরের শুরুর দিকেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তাঁদের।

শোনা যাচ্ছে নতুন সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন অদ্বৈত চন্দন যা আমির ও ফতিমা দু’জনেরই খুব পছন্দ হয়েছে। পরিচালক নিত্যা মেহরার ওয়েব সিরিজের কাজ সেরেই নতুন সিনেমার কাজ শুরু করবেন ফতিমা। সম্প্রতি মুক্তি পেয়েছে ফতিমার ছবি ‘ধক ধক’। ডিসেম্বরে আসছে ভিকি কৌশলের সঙ্গে ‘স্যাম বাহাদুর’। এরপর ২০২৪ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা অনুরাগ বসুর পরিচালনায় ফতিমা অভিনীত ‘মেট্রো ইন দিনো’।

অন্যদিকে তারে জমিন পরের এবার আমিরের নয়া ছবি হতে চলেছে সিতারে জমিন পর। যেখানে আমিরের সঙ্গে দেখা যাবে বেশ কয়েকজন খুদেকে। তার মাঝেই ফতিমার সঙ্গে ছবির কথা প্রকাশ্যে আসে। তবে আদৌ এই ছবিতে তাঁরা জুটি কিনা তা এখনও নিশ্চিত নয়।

(Feed Source: zeenews.com)