জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হামাসের রকেট হামলা কিছুটা হলেও ঠেকিয়ে দিয়েছে ইজরায়েলের আয়রন ডোম। তবে তা যে অজেয় নয় তা হামাসের হামলায় প্রমাণ হয়ে গিয়েছে। এবার হামসের বিরুদ্ধে হামলায় ইজরায়েল প্রয়োগ করছে তাদের ভয়ংকর অস্ত্র ‘আয়রন স্টিং’। তাদের হাতে থাকা ওই অস্ত্রের ক্ষমতার কথা ভিডিয়ো পোস্ট করে দানিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স।
‘আয়রন স্টিং’ তৈরি করে এলবিট সিস্টেম। ২০২১ সালে এই অস্ত্রটি প্রকাশ্যে আনে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। এটিকে বলা হচ্ছে অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী ও মোটর বম্ব। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই আয়রন স্টিংকে রীতিমতো সমীহ করে। রবিবার হামাসের বিরুদ্ধে ওই অস্ত্র ব্যবহার করে ইজরায়েলি সেনা। হামাসের একটি রকেট ধ্বংস করতে আয়রন স্টিং ব্যবহার করা হয়। এই অস্ত্রের একটি বিশেষত্ব হল ফাঁকা জায়গার পাশাপাশি ঘন বসতিপূর্ণ এলাকাতেও এটি ব্যবহার করা যেতে পারে। যে জায়গায় হামলা করা প্রয়োজন সেখানেই এটিকে ব্যবহার করা যায়।
יחידת מגלן בשיתוף חיל-האוויר, סיכלה עשרות מחבלים באמצעות מגוון אמצעי לחימה, ביניהם פצצת מרגמה (פצמ״ר) חדשנית ומדויקת, הנקראת “עוקץ פלדה”.
צפו בתיעוד מתקיפת משגר רקטות באמצעות “עוקץ פלדה” pic.twitter.com/ucphdgboJN
— Israeli Air Force (@IAFsite) October 22, 2023
ইজরায়েলি সংবাদপত্রের খবর অনুযায়ী, ওই বম্বের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি ১২০ এমএম মোটর, জিপিএসের পাশাপাশি নিখুঁত নিশানায় আঘাত করার জন্য এটিতে রয়েছে লেজার গাইডেন্স ফেসিলিটি। এই অস্ত্রের পাল্লা ১-১২ কিলোমিটার। বলা হয়ে থাকে স্থলযুদ্ধে তোলপাড় করে দিতে পারে এই আয়রন স্টিং। ২০২১ সালে এটির পরীক্ষা শেষ হয়ে যায়।
ইজরায়েলের ওই অস্ত্রের ব্যাপারে সেখানকার সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন ইজরায়েলি কমান্ডা ফোর্সের কমান্ডার ওমের কোহেন। তিনি বলেন, এরকম এক নিখুঁত অস্ত্র পেয়ে ফোর্স উপকৃত। হামাসদের বাগে আনতে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে তার মধ্যে এটি হল অন্যতম অস্ত্র।
উল্লেখ্য, ৭ অক্টোবর হামসের হামলার পর থেকে ময়দানে নেমে কাজ করছে ইজরায়েলি কমান্ডো ফোর্স। গাজায় ইতিমধ্যেই তারা ১০০ জঙ্গিকে কাবু করেছে বলে দাবি করা হয়েছে।
(Feed Source: zeenews.com)