অ্যাটলি জওয়ানের গল্প শোনাতে গেলে শুনতেই চাননি দীপিকা! কীভাবে রাজি করান শাহরুখ?

অ্যাটলি জওয়ানের গল্প শোনাতে গেলে শুনতেই চাননি দীপিকা! কীভাবে রাজি করান শাহরুখ?

জওয়ান মুক্তির দুই মাস দেখতে দেখতে হতে চলল। ছবিটি মুক্তি পাওয়ার পরই সকলের নজর কেড়েছিল গল্প থেকে সংলাপ, অভিনয় সবটা দিয়েই। শাহরুখের সঙ্গে নয়নতারার নতুন কেমিস্ট্রি যেমন সবার পছন্দ হয়েছে, তেমনই দীপিকার সঙ্গে তাঁর সেই পুরনো রসায়ন উপভোগ করে তাঁরা তেমনই মুগ্ধ হয়েছেন। জওয়ান ছবিতে দীপিকা আর শাহরুখের একসঙ্গে যতটুকু সিন ছিল সেটা দারুণ ভাবে প্রশংসিত হয়েছিল। কিন্তু জানেন কি দীপিকার কাছে এই ছবির জন্য ক্যামিও চরিত্রের প্রস্তাব কে নিয়ে গিয়েছিলেন? খোদ শাহরুখ খান! হ্যাঁ, তিনি ব্যক্তিগত ভাবে গিয়ে দীপিকার সঙ্গে কথা বলেন এই ছবি প্রসঙ্গে।

জওয়ানের জন্য শাহরুখ কথা বলেন দীপিকার সঙ্গে

ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে জওয়ান ছবির পরিচালক অ্যাটলি জানান, ‘আমি পূজাকে (পূজা দাদলানি, শাহরুখের ম্যানেজার) জিজ্ঞেস করি ঐশ্বর্যর চরিত্রের জন্য কি আমরা দীপিকাকে বলতে পারি? তখন উনি বলেন হ্যাঁ, দাঁড়াও শাহরুখকে বলি। তারপর শাহরুখ স্যার বলেন আমি ওর সঙ্গে কথা বলেছি, ও আগ্রহী। ও করে দেবে বলেছে। ওকে একটু ফাঁকা হতে দাও তারপর গিয়ে আমরা কথা বলব। সবটা শুনে ওর মনে হলে ও করে দেবে।’

এরপর অ্যাটলি হায়দ্রাবাদ যান যেখানে তখন দীপিকা কল্কি ২৮৯৮ এডি ছবির শুটিং করছিলেন। কিন্তু অ্যাটলি যখন তাঁকে গল্পটা শোনাতে যান তখন নাকি দীপিকা সেটা শুনতেই চাননি। অ্যাটলির কথায়, ‘আমাকে বলতে হবে না। আমি করব ছবিটা। আমি তখন ওঁকে বলি না ম্যাম আপনার চরিত্রটা ছোট নয়, এটাই গোটা ছবির ভিত বলতে পারেন। তাই সেটা করার আগে আপনার জানা উচিত। তাও তিনি বলেন যে না না যাই হোক আমি করব ছবিটা।’

যদিও অ্যাটলির জোরাজুরির পর গল্পটা দীপিকা শোনেন এবং রাজি হন। পরিচালকের কথায়, ‘উনি সবটা শুনে বলেন, বাপরে, এটা তো দারুণ শক্তিশালী চরিত্র। এরপর সমস্ত ফরমালিটি মিটিয়ে তিনি এই ছবির সঙ্গে যুক্ত হন। ওঁর মতো মানুষ খুব কমই আছেন।’

প্রসঙ্গত শাহরুখ এবং দীপিকা পাড়ুকোন একে অন্যের ভীষণ ভালো বন্ধু। তাঁরা একত্রে একাধিক ছবিতেও কাজ করেছেন। সেই ২০০৬ সালে ওম শান্তি ওম দিয়ে তাঁদের জুটির সফর শুরু হয় এরপর তাঁদের চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান, ইত্যাদি ছবিতে একত্রে দেখা গিয়েছে। আগামীতে শাহরুখকে ডাঙ্কি এবং দীপিকাকে ফাইটার ছবিতে দেখা যাবে।

(Feed Source: hindustantimes.com)