Israel-Palestine Conflict: গাজায় একদিনে মৃত্যু ৭০৪ জনের! পবিত্র আল-আকসা মসজিদ নিয়ে বিতর্ক…

Israel-Palestine Conflict: গাজায় একদিনে মৃত্যু ৭০৪ জনের! পবিত্র আল-আকসা মসজিদ নিয়ে বিতর্ক…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৭০৪ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। গাজায় ৭ অক্টোবর থেকে চলা ইজরায়েলের হামলায় ৫০০০-এরও বেশি প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে।

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইজরায়েল পুলিস। কাউকে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে না তারা। মঙ্গলবার সকাল থেকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুধু ইহুদিরাই প্রবেশ করছেন। সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইজরায়েলি পুলিস।

এদিকে প্যালেস্টাইন জানিয়েছে, আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে পবিত্র এক স্থান। সেখানে শুধু তাঁরাই নামাজ আদায় করেন। কিন্তু নিয়মভঙ্গ করে সেখানে ইহুদিরাও প্রার্থনা করছেন!

প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু কালের। দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় ক্ষমতায় রয়েছে হামাস। সম্প্রতি দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা মাথা চাড়া দিয়েছে। শনিবার ভোরের দিকে হামাস মাত্র ২০ মিনিটের মধ্যেই আচমকা ৫০০০-এরও বেশি রকেট নিক্ষেপ করে ইজরায়েলে! পরে গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে পাল্টা হামলা শুরু করে ইজরায়েলও।

(Feed Source: news18.com)