হঠাৎ নিভল স্টেডিয়ামের ফ্লাডলাইট, তারপরই চেঁচিয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা,কে হলেন সেরা ফিল্ডার?

হঠাৎ নিভল স্টেডিয়ামের ফ্লাডলাইট, তারপরই চেঁচিয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা,কে হলেন সেরা ফিল্ডার?
লখনউ : তিন, দুই, এক…। মুহূর্তের মধ্যে নামল অন্ধকার। একনা স্টেডিয়ামের (Ekna Stadium) সব ফ্লাডলাইট নিভে গেল চোখের নিমেষে। হঠাৎই। তারপর কয়েক মুহূর্তের অপেক্ষা। স্টেডিয়ামের দর্শকাসনের জায়গায় আলোর কাজে ভেসে উঠল জার্সি। যারপরই উঠল তুমুল চিৎকার। বিশ্বকাপের (World Cup 2023) গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে যেরকম সেলিব্রেশনে মেতেছিলেন টিম ইন্ডিয়ার (Indian Team) ক্রিকেটাররা, তার থেকেই কয়েক ডেসিবেল বেশি চমকে কানে তালা লাগার জোগাড়।

সেরা ফিল্ডারের ‘অ্যাওয়ার্ড’ (Best Fielder)। নতজানু হয়ে সেরার শিরোপা নিলেন কে এল রাহুল (KL Rahul)। লখনউ সুপারজায়ান্টসের অধিনায়কেরই নামের জার্সিই আলোর কারসাজিতে ভেসে উঠেছিল একনাতে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিচারে ইংল্যান্ড ম্যাচে ভারতীয় (India vs England) দলের সেরা ফিল্ডার নির্বাচিত হন কেএল। ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপের হাত ধরে আমদানি হওয়া নতুন পন্থা কার্যত সুপারহিট ক্রিকেটারদের মধ্যে। সোশাল মিডিয়াতেও প্রবল জনপ্রিয় হয়েছে নতুনত্বের চমক।

সাজঘরে সেলিব্রেশন, স্পাইডার ক্যামের মাধ্যমে মেডেলের নেমে আসা থেকে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠা নাম। ভারতীয় দলের ম্যাচের সেরা নতুন চমকের নাম ‘বেস্ট ফিল্ডারের’ অ্যাওয়ার্ড। ম্যাচে জেতানোর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ফিল্ডিং। সেই বিষয়টা মাথায় রেখে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য শুরু হয়েছে নতুন যে চমক। তবে সেরা ফিল্ডারের অ্যাওয়ার্ডের সুবাদে শুধু নজরকাড়া নতুনত্বের চমকই নয়, টিম বল্ডিংয়েও যে দারুণ ইতিবাচক প্রভাব পড়েছে, সেটাই যেন ফুটে ওঠে প্রত্যেকটি সেলিব্রেশনের ভিডিওতে।

শুধু পুরস্কার দেওয়াই নয়, গোটা ম্যাচে মাঠে নেমে ফিল্ডারদের যাবতীয় পারফরম্যান্স প্রসঙ্গে বিস্তারিতভাবে ম্যাচ শেষে তারিফ করেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ। ইংল্যান্ড ম্যাচের পর যেমন দেখা গিয়েছে, পরিবর্ত হিসেবে নামা ঈশান কিশানের ফিল্ডিংয়ের দক্ষতা থেকে পেসার হয়েও মহম্মদ সিরাজের দলের জন্য রান বাঁচানোর তাগিদে অতিরিক্ত পরিশ্রম। সঙ্গে কুয়াশার দাপট কাটিয়ে বোলারদের সাহায্য করতে ইন ফিল্ডে থাকা ফিল্ডারদের ছোট ছোট কাজের তারিফ। সঙ্গে সেই সারিতেই তিনি কে এল রাহুলেরও তারিফ করেন তিনি। তবে সেরা ফিল্ডারের পুরস্কার কে পাচ্ছেন, সেটা ধোঁয়াশাই রেখেছিলেন টি দিলীপ।

ভারতীয় টিমের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, প্রশংসা পর্বের শেষে সব খেলোয়াড়দের ড্রেসিংরুমের বারান্দায় যেতে বলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ। আর যারপরই চোখ ধাঁধানো ঘোষণা।

(Feed Source: abplive.com)