১। জেলখানায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছে এক ব্যক্তি। সে একটু সহজ সরল মানুষ।
জেল অফিসার: জেলখানার ভিতর যারা আছে, তারা সবাই ভীষন দুর্দান্ত চরিত্রের মানুষ। তুমি কন্ট্রোল করতে পারবে তো ?
চাকরি প্রার্থী: পারবনা মানে, বেশি ট্যাঁ ফুঁ করলে ঘাড় ধরে বার করে দেব।
২। অফিসে নতুন টাইপিস্ট নেওয়া হয়েছে। সুন্দরী যুবতী। তবে কাজের বিষয়ে বেশ কাঁচা।
বস: এ কী টাইপিষ্ট নিয়েছেন? সুন্দরী তাতে সন্দেহ নেই। কিন্তু প্রতিটি লাইনে এক গন্ডা ভুল। আপনাকে বলিনি, টাইপিষ্ট নেবার সময় গ্রামারের দিকে নজর রাখবেন। এ আপনি কী করেছেন তার পরে?
ম্যানেজার: শুনতে ভুল হয়েছিল স্যর। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম।
৩। এক আম্পায়ারের কাণ্ড-কীর্তি মোটেই পছন্দ হচ্ছিল না দর্শকদের। পুরো গ্যালারি থেকেই দুয়োধ্বনি ভেসে আসছিল, ‘এই ব্যাটা আম্পায়ার… ভুয়ো… বের হ… আহা, নিশ্চিত আউটটা দিল না…।’
এক পর্যায়ে মাঠ থেকে বেরিয়ে গ্যালারিতে গিয়ে বসলেন আম্পায়ার। পাশ থেকে এক দর্শক বললেন, ‘কী ব্যাপার, আপনিও দর্শক হয়ে গেলেন নাকি?’
আম্পায়ার: না মানে… আপনাদের চিৎকার-চেঁচামেচি শুনে মনে হলো, এখান থেকেই বোধ হয় খেলাটা ভালো দেখা যায়!
৪। এক গরিব লোকের ঘরে চোর এসে আতিপাতি করে খুঁজে, নিয়ে যাওয়ার মতো কিছুই পেল না। হতাশ হয়ে চোর যখন চলে যাচ্ছে—
লোক: (শুয়ে শুয়ে) দরজাটা বন্ধ করে যেও।
চোর: (দীর্ঘশ্বাস ফেলে) দরজা খোলা থাকলেও সমস্যা নেই। আপনার ঘরে কেউ ঢুকবে না।
৫। নতুন বউয়ের রান্না করা খিচুড়ি মুখে দিয়েই মুখ কুঁচকালেন স্বামী। এক রাশ বিরক্তি নিয়ে বললেন, ‘এ কী খিচুড়ি রেঁধেছ? এক দম গোবরের মতো স্বাদ।’
বউ বললেন, ‘হায়! এই লোক না জানি আর কী কী খেয়ে দেখেছে!’
(Feed Source: hindustantimes.com)