ফের শিরোনামে যাদবপুর, এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক নিয়ে কড়া চিঠি শিক্ষা দফতরের

ফের শিরোনামে যাদবপুর, এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক নিয়ে কড়া চিঠি শিক্ষা দফতরের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ঢাকা নিয়ে এবার প্রশ্ন তুলল রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক নিয়ে কড়া চিঠি উচ্চ শিক্ষা দফতরের। আজ বিকেল পাঁচটা থেকে ভার্চুয়াল মারফত বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে।

অন্যদিকে উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয় রেজিস্টারকে চিঠি দিয়ে জানিয়েছে,  “এই বৈঠক ডাকা রাজ্য বিশ্ববিদ্যালয়ের আইনকে লঙ্ঘন করা। বৈঠকে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনওরকম অনুমোদন দেওয়া হবে না এই বৈঠকের জন্য রাজ্যের তরফে।” যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্টারকে পাঠানো চিঠিতে উচ্চশিক্ষা দফতর এও বলেছে, “অধ্যাপক বুদ্ধদেব সাউ স্থায়ী উপাচার্য নয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এর। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপাচার্যের দায়িত্ব পালন করার জন্য।”

যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় এখনও তোলপাড় রাজ্য। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। আচার্য সিভি আনন্দ বোস অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক বুদ্ধদেব সাউকে। তিনি গণিতের অধ্যাপক। বেশ কয়েকদিন ধরেই অস্থায়ী উপাচার্য নিয়ে নানা কথা চলছিল। সম্প্রতি সেই সিদ্ধান্ত জানালেন রাজ্যপাল।

এ  নিয়ে বুদ্ধদেব সাউ বলেছেন, “যে আইনের কথা রাজ্য বলছে, সেই আইন এখানে কোনভাবেই লঙ্ঘন করা হচ্ছে না। হয়তো ওঁরা ঠিক করে আইনটি দেখেননি। আমি রেজিস্ট্রার কে বলেছি আইনি মতামত নিয়ে আমাকে জানাতে। ওঁরা কেন এখন চিঠি পাঠাচ্ছেন সেটা ওঁরাই বলতে পারবেন। তবে এখনো পর্যন্ত আইন লঙ্ঘনের কোন বিষয় দেখছি না আমি।”

(Feed Source: news18.com)