ফের বদলাল ISL-এর সূচি, হায়দরাবাদ থেকে মোহনবাগানের ম্যাচ সরল ভুবনেশ্বরে

ফের বদলাল ISL-এর সূচি, হায়দরাবাদ থেকে মোহনবাগানের ম্যাচ সরল ভুবনেশ্বরে

হোম ম্যাচের পর এবার বদলে গেল, মোহনবাগান এসজি-র অ্যাওয়ে ম্যাচের ভেন্যু। রবিবার হায়দরাবাদ এফসির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের আইএসএল ২০২৩-২৪-এর ম্যাচের ভেন্যুই বদলে গেল। ম্যাচটি সরে গেল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। আগামী ২ ডিসেম্বর হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচটি প্রথমে হায়দরাবাদেই হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি এবার হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, ওড়িশা এফসি-র ঘরের মাঠে‌।

কিছু অনিবার্য কারণে খেলাটি জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তারিখ পরিবর্তন করা হয়নি। ২০২৩ সালের ২ ডিসেম্বর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই খেলা হবে। ১৮ দিনের বিরতির পর ভারতের প্রধান ফুটবল লিগ ফের শুরু হতে চলেছে ২৫ নভেম্বর থেকে। চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি ম্যাচ দিয়ে। সেই ম্যাচটি নিয়ে অবশ্য কোনও সমস্যা নেই।

২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) অনিবার্য কারণে অনেক ম্যাচই পিছিয়েছে বা ভেন্যু বদলে গিয়েছে। ২০২৩ এশিয়ান গেমসে ভারতের অংশগ্রহণের কারণে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এফসি গোয়ার লড়াইটি মরশুমের প্রথম দিকে স্থগিত করা হয়েছিল। এর পর অক্টোবরে কলকাতার পুজোর কারণে নিরাপত্তা না দিতে পারার জন্য ইস্টবেঙ্গলকে ভুবনেশ্বরে এফসি গোয়ার বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে হয়েছিল। তার পর কলকাতা সিটি অফ জয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচও পিছিয়ে দেওয়া হয়। মুম্বই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের কিক-অফের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয়, মোহনবাগানের এএফসি কাপে বাংলাদেশের বিরুদ্ধে বসুন্ধরা কিংসের ম্যাচও ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়।

এই মুহূর্তে লিগ তালিকায় সবার উপরে রয়েছে এফসি গোয়া। ৬ টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। কেরালা ব্লাস্টার্সও সমসংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট সংগ্রহ করে দুইয়ে রয়েছে। গোল পার্থক্যে তারা পিছিয়ে রয়েছে। মোহনবাগান রয়েছে তিন নম্বরে। তারা ৪ ম্যাচ খেলেছে সবে। আর চার ম্যাচে সবুজ-মেরুনের সংগ্রহ ১২ পয়েন্ট। মোহনবাগানের থেকে এক ম্যাচ বেশি খেলে মুম্বই সিটির ঝুলিতে ১১ পয়েন্ট। তারা রয়েছে চারে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি রয়েছে পাঁচে। নর্থইস্ট ইউনাইটেড ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ তালিকার ছয় নম্বরে। ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে রয়েছে লিগ তালিকায়। ৫ ম্যাচে লাল-হলুদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। লাল-হলুদ এখন ১০ নম্বরে রয়েছে।

(Feed Source: hindustantimes.com)