নিন্দা হোয়াইট হাউসের, বিজ্ঞাপন বন্ধ Apple, Disney-j, ‘ইহুদিবিদ্বেষী’ পোস্ট নিয়ে রোষে মাস্ক

নিন্দা হোয়াইট হাউসের, বিজ্ঞাপন বন্ধ Apple, Disney-j, ‘ইহুদিবিদ্বেষী’ পোস্ট নিয়ে রোষে মাস্ক
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ইহুদিবিদ্বেষী মন্তব্যে অনুমোদনের অভিযোগ। এবার রোষে পড়লেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। হোয়াইট হাউসের তরফে তীব্র নিন্দা করা হয়েছে যেমন, তেমনই শিল্পজগতেও সমালোচনা শুরু হয়েছে। মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার) থেকে বিজ্ঞাপন তুলে নিতে শুরু করল তাবড় সংস্থা। (Elon Musk)

বুধবার মাইক্রোব্লগিং সাইটে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যার মর্মার্থ ছিল, ‘শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন ইহুদিরা’। সেটির সমর্থনে পাল্টা মাস্ক লেখেন, ‘আপনি আসলে সত্যটাই তুলে ধরেছেন’। ইজরায়েল বনাম প্যালেস্তাইনের হামাসের যুদ্ধ ঘিরে যখন তপ্ত গোটা বিশ্ব, সেই আবহে মাস্কের ওই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠতে সময় লাগেনি। (Antisemitic Post)

যুদ্ধে গোড়া থেকেই ইহুদি অধ্যুষিত ইজরায়েলকে সমর্থন করছে আমেরিকা। মাস্কের মন্তব্যের প্রেক্ষিতে আমেরিকার হোয়াইট হাউসের তরফে তাই তড়িঘড়ি বিবৃতি প্রকাশ করা হয়। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস জানান, ইহুদিবিদ্বেষী এবং বর্ণবাদী ঘৃণার প্রচার অত্যন্ত ঘৃণ্য আচরণ। আমেরিকার নাগরিকদের মূল্যবোধের পরিপন্থী এই আচরণ। এমন জঘন্য মিথ্যাচার একবারেই কাম্য নয়।

শুধু হোয়াইট হাউসই নয়, মাস্কের সংস্থা Tesla INC.-র শেয়ার হোল্ডাররাও একে একে বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেন। এমনকি মাস্কের পদত্যাগের দাবিও ওঠে। এর পরই একটি রিপোর্ট সামনে আসে যে, মাইক্রোব্লগিং সাইটে ইহুদিবিদ্বেষী বিষয়বস্তুর উপর Apple, International Business Machines Corp., Oracle Corp., Comcast Corp.-এর Xfinity Brand, Bravo টেলিভিশন নেটওয়র্কের মতো সংস্থার বিজ্ঞাপন দেখা যাচ্ছে।

এ নিয়ে কার্যত হইচই পড়ে যায়। IBM-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাইক্রোব্লগিং সাইটে বিজ্ঞাপন দেওয়া আপাতত বন্ধ রাখবে তারা। European Commission, Lions Gate Entertainment Corp.-আপাতত মাস্কের মালিকানাধীন X-এ বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত। Paramount Global, Warner Bros., Discovery INC.-ও X-এ বিজ্ঞাপন দেওয়া বন্ধ রেখেছে আপাতত। Apple থেকে সবচেয়ে বেশি বিজ্ঞাপন যায় X-এ। তারাও আপাতত বিজ্ঞাপন বন্ধ রাখার কথা জানিয়েছে।

গতবছর ট্যুইটার অধিগ্রহণ করেন মাস্ক। তার পর থেকে বার বার বিতর্কে জড়িয়েছেন মাস্ক। কখনও দলে দলে কর্মী ছাঁটাই, কখনও নীতি-নিয়মে বদল নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। Apple-র সঙ্গে আগেও ঝামেলা বাধে মাস্কের। পরে সেই সম্পর্ক আবার জোড়াও লাগে। কিন্তু সাম্প্রতিক মন্তব্যের জেরে ফের বিপাকে মাস্ক।

(Feed Source: abplive.com)