জায়দি সম্প্রদায়ের সমর্থনে আন্দোলেন ‘অল-হুথি’ পরিবার, এখন কেন জাহাজ হাইজ্যাক বিদ্রোহীদের?

জায়দি সম্প্রদায়ের সমর্থনে আন্দোলেন ‘অল-হুথি’ পরিবার, এখন কেন জাহাজ হাইজ্যাক বিদ্রোহীদের?
নয়াদিল্লি: অক্টোবরে সংঘর্ষ শুরুর অল্প কদিন পর থেকেই বার বার ইরানের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদতের অভিযোগ এনেছে ইজরায়েল (Arab Israel War)। শোনা গিয়েছে ইয়েমেনের ‘হুথি’ বিদ্রোহীদের (Houthi Rebels Ship Hijack) কথাও। গত কাল অর্থাৎ রবিবার,ভারত অভিমুখী একটি জাহাজ ‘হাইজ্যাক’ করার পর থেকে ফের শিরোনামে ইয়েমেনের ‘হুথি’-রা। কিন্তু গাজায় হামাসের সঙ্গে ইজরায়েলের লড়াইয়ের মধ্যে কেন জড়াতে চায় তারা?

ফিরে দেখা ইতিহাস…
পশ্চিম এশিয়ার ইতিহাস মানে ধর্ম, সমাজ, রাজনীতি, আরব জাতীয়তাবাদ ও তেল-কেন্দ্রিক অর্থনীতির জটিল সমীকরণ।তার মধ্যে মিশে গিয়েছে স্থানীয় গোষ্ঠীপ্রধানদের ক্ষমতাদখলের লিপ্সা, একই ধর্মের দুই গোষ্ঠীর টানাপড়েন ইত্যাদি। সেই পরতেই একটি স্তর ‘হুথি আন্দোলন’। নব্বইয়ের দশকের শেষ দিকে এই আন্দোলন শুরু হয়েছিল। শিয়া ইসলামের যে জায়দি সম্প্রদায় রয়েছে, তাদের সমর্থনে আন্দোলন শুরু করে অল-হুথি পরিবার। এই আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন হুসেন অল-হুথি। সেই ধারা অনুযায়ী যাঁরা আজও আন্দোলন করে যাচ্ছেন, তাঁরাই ‘হুথি’ বিদ্রোহী বলে পরিচিত। আন্দোলনকারীদের দাবি, এক সময়ে ইয়েমেনের ক্ষমতা এই  জায়দি সম্প্রদায়ের হাতে ছিল। ধীরে ধীরে তাদের বিপুল সম্পত্তির অবক্ষয় হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাঁরাই প্রান্তিক হয়ে পড়েন। এঁদের সমর্থনে আন্দোলন শুরু করেছিলেন হুসেন অল-হুথি। ২০০৪ সালে তাঁর মৃত্যু হলেও ইয়েমেনের সরকারের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন হুথি আন্দোলনকারীরা। বস্তুত, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা তাদেরই দখলে রয়েছে। এর আগে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতেও রকেট ছোড়ে তারা। আড়াল থেকে ‘হুথি’কে সমর্থন করে শিয়া-প্রধান ইরান, অভিযোগ ইজরায়েলের। অক্টোবরের সংঘর্ষ শুরুর পর থেকে প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছে হুথিরা।

কেন জাহাজ হাইজ্যাক?
ইয়েমেনের ওই বিদ্রোহী গোষ্ঠীর দাবি, জাহাজটি ইজরায়েলের। তেল আভিভ সেই দাবি পরে অস্বীকার করেছে। জানা যায়, ভারত অভিমুখী পণ্যবাহী জাহাজ ‘গ্যালাক্সি লিডার’ আসলে একটি ব্রিটিশ সংস্থার যার পরিচালনা করত জাপানের সংস্থা। তথ্যটির সত্যাসত্য অবশ্য পুরোপুরি স্পষ্ট নয়। কারণ একটি সূত্রে খবর, জাহাজের মালিকানার খোঁজ করতে গিয়ে Ray Car Carriers নামে এক সংস্থার কথা জানা গিয়েছে যা কিনা আব্রাহাম রামি উনগার নামে এক ব্যক্তির। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, রামি ইজরায়েলের ধনকুবের। হুথিরাও জানাচ্ছে, ইজরায়েলি যোগ থাকাতেই হাইজ্যাক করা হয়েছে জাহাজ। সত্য কী, কেউ জানে না। তবে ইতিহাসের ধারা বজায় রেখে এখনও তপ্ত পশ্চিম এশিয়া।

(Feed Source: abplive.com)