‘কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে…’ বিরাট-বার্তা মহারাজের

‘কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে…’ বিরাট-বার্তা মহারাজের
কলকাতা : অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বনাম বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ! প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও প্রাক্তন ভারতীয় বোর্ড প্রধানের মধ্যে সম্পর্কের সমীকরণ ঘিরে সরগরম হয়েছিল ক্রিকেটমহল। এবার সেই কোহলি-ক্যাপ্টেন্সি বিতর্ক পর্ব নিয়ে মুখ খুললেন মহারাজ। বলা ভাল, বিরাট-বার্তাই দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের দাবি, অধিনায়কের পদ থেকে তিনি সরাননি বিরাট কোহলিকে।

২০২১ সালের শেষদিকে ভারতের অধিনায়ক পদ থেকে বিরাট কোহলিকে ‘সরিয়ে দেওয়া’ নিয়ে সরগরম হয়ে উঠেছিল ক্রিকেটমহল। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপে ভারতের বিদায়ের পরে টি ২০ অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন কোহলি। যার কিছুদিনের মধ্যে বিরাট কোহলির বদলে রোহিত শর্মাকে ভারতের একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক ঘোষণা করা হয়। যা নিয়ে রব ওঠে বোর্ডের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেন কোহলিকে।

সেই বিতর্ক নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘বিরাট কোহলিকে অধিনায়ক্তব থেকে সরিয়ে দেওয়া হয়নি। টি ২০ ক্রিকেটে অধিনায়কত্ব করায় কোনও উৎসাহ ছিল না বিরাটের। যে সিদ্ধান্ত ও নিয়ে ফেলার পর ওঁকে বলেছিলাম, টি ২০-তে অধিনায়কত্ব না করলে ওডিআই ক্যাপ্টেন্সিও ছেড়ে দেওয়া উচিত। লাল বল ও সাদা বলে আলাদা অধিনায়ক দায়িত্ব নিক তাহলে।’

বিশ্বকাপে ভারত ফাইনালে হেরে গেলেও অধিনায়ক রোহিত শর্মার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ। আপাতত ভারতীয় দলের তিন ফর্মাটের অধিনায়কত্বের দায়িত্বই হিটম্যানের সামলানো উচিত বলেই সওয়াল করেছেন তিনি। বিরাটের বদলে রোহিতকে অধিনায়কের পদে বসানোর ক্ষেত্রেও যে তাঁর ভূমিকা ছিল, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মহারাজ।

সৌরভ বলেছেন, ‘তিন ফর্মাটে অধিনায়কত্ব করার বিষয়ে রোহিতের সেরকম উৎসাহ ছিল না। খানিকটা আমি ওঁকে এগিয়ে দিয়েছিলাম দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার ক্ষেত্রে। কারণ মনে করেছিলাম, রোহিতই ওই মুহূর্তে সেরা ব্যক্তি ছিল যে দলের দায়িত্ব সামলাতে পারত।’ যার পরই মহারাজের সংযোজন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছিলাম, তাই ভারতীয় ক্রিকেট যাতে উন্নতি হয় ও ভারতীয় ক্রিকেট এগিয়ে যায়, সেই দায়িত্ব কাঁধে ছিল, সেই কাজটাই করার চেষ্টা করেছি।’

(Feed Source: abplive.com)