জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেতা নঈম সৈয়দ। যদিও সাধারণ মানুষের কাছে তিনি জুনিয়র মেহমুদ (Junior Mehmood) নামেই পরিচিত ছিলেন। ‘মেরা নাম জোকার’, ’হাথি মেরে সাথি’, ’কারাভান’-এর মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। পাঁচ দশকেরও সময়ে চলচিত্রের সঙ্গে য়ুক্ত ছিলেন তিনি। ২৬০-রও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি।
পাকস্থলীতে ক্য়ানসার হওয়ার কারণে জুনিয়র মেহমুদ দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। মাত্র ৬৮ বছরর বয়সেই মৃত্য়ুবরণ করলেন তিনি। অভিনেতার ছোট ছেলে জানিয়েছেন, ক্যানসারের কারণে মাত্র ১ মাসেই তাঁর ৩০-৪০ কেজি ওজন কমে গিয়েছিল। গত ১৭ দিন ধরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন।
৮ ডিসেম্বরই জুনিয়র মেহমুদকে জুহুর একটি কবর স্থানে, অভিনেতার মায়ের পাশেই তাঁকে কবর দেওয়া হবে বলে জানা গেছে। এই কবরস্থানেই দীলিপ কুমার এবং মহম্মদ রফিকেও কবর দেওয়া হয়েছিল।
তাঁর পরিবারের মানুষ জানিয়েছেন মাত্র ১৮ দিন আগে তাঁরা অভিনেতার ফোর্থ স্টেজ ক্যানসারের ব্য়াপারে জানতে পারে। সেই মূহুর্তে তাঁদের হাতে করার মতো কিছুই ছিল না। ডাক্তারই তাঁদেরকে বলেছিলেন বাড়িতে রেখে অভিনেতার খেয়াল রাখতে।
তাঁর নাম জুনিয়র মেহমুদ হয় ১৯৬৮ সাল থেকে। যখন তিনি মেহমুদের সঙ্গে ‘সুহাগ রাত’ সিনেমায় কাজ করেছিলেন, তখন থেকে তিনি এই নামে পরিচিত। শুধুমাত্র সিনেমা নয় বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালেও কাজ করেছিলেন তিনি।
(Feed Source: zeenews.com)