Junior Mehmood: বলিউডে দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা জুনিয়র মেহমুদ…
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেতা নঈম সৈয়দ। যদিও সাধারণ মানুষের কাছে তিনি জুনিয়র মেহমুদ (Junior Mehmood) নামেই পরিচিত ছিলেন। ‘মেরা নাম জোকার’, ’হাথি মেরে সাথি’, ’কারাভান’-এর মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। পাঁচ দশকেরও সময়ে চলচিত্রের সঙ্গে য়ুক্ত ছিলেন তিনি। ২৬০-রও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। পাকস্থলীতে ক্য়ানসার হওয়ার কারণে জুনিয়র মেহমুদ দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। মাত্র ৬৮ বছরর বয়সেই মৃত্য়ুবরণ করলেন তিনি। অভিনেতার ছোট ছেলে জানিয়েছেন, ক্যানসারের কারণে মাত্র ১ মাসেই তাঁর…