বাঙালি নয়, পঞ্জাবি ছেলেকে পাত্র বাছলেন অভিনেত্রী পায়েল দেব, কোন মাসে বিয়ে?

বাঙালি নয়, পঞ্জাবি ছেলেকে পাত্র বাছলেন অভিনেত্রী পায়েল দেব, কোন মাসে বিয়ে?

টলিউডে যেন বিয়ের সানাই। একের পর এক তারকা যাচ্ছেন ছাদনাতলায়। টিভি অভিনেত্রী শ্রীতমা গলায় মালা দিয়েছেন এক ডাক্তার পাত্রের। সন্দীপ্তা সেন বিয়ে করলেন হইচইয়ে কর্মরত সৌম্যকে। চলতি সপ্তাহে বিয়ে করে নেবেন সৌরভ দর্শনা আর দর্শনা বণিকও। দিদি নম্বর ১-এ এসে এবার বিয়ের খবর দিলেন ‘সীমন্তিনী’ অভিনেত্রী পায়েল দেব।

দিদি নম্বর ১-এ এসে অভিনেত্রী পায়েল ফাঁস করলেন পঞ্জাবি ভাষার প্রতি প্রেম তাঁর অগাধ। আর সেই কারণ বশতই আলাপ শিখর টন্ডনের সঙ্গে আলাপ। এমনকী, এর পিছনে হাত রয়েছে দিদি নম্বর ১-এরও। একবার নাকি রচনা বন্দ্যোপাধ্যায়ের রিয়েলিটি শো-তে এসে পায়েল ইচ্ছেপ্রকাশ করেছিলেন পঞ্জাবি ছেলে বিয়ে করার। আর সেই এপিসোডের ক্লিপিংসই এক বন্ধু মারফত পৌঁছেছিল শিখরের কাছে।

আর তারপর ১ বছর ধরে শিখর সোশ্যাল মিডিয়ার মারফত টানা যোগাযোগ করে চলে পায়েলের সঙ্গে। শেষমেশ বন্ধুত্ব আর প্রেমটা আটকানো যায়নি।

অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন শিখর। তিনি পেশায় একজন ব্যবসায়ী। লকডাউনের সময় থেকে শুরু হয়ছুিল প্রেমপর্ব। পায়েলের বাড়িতে এই প্রথম কেউ মালা দেবে অবাঙালির গলাতে। ২০২৪ সালের ৫ ডিসেম্বর শুভকাজ। বাঙালি আর পঞ্জাবি দুই রীতি মেনেই হবে অনুষ্ঠান।

যদিও পায়েলের আফশোস পঞ্জাবি পরিবারে বিয়েটা করলেও, পঞ্জাবি ভাষা শোনার স্বপ্ন পূরণ হয়নি। কারণ দীর্ঘদিন ধরে পঞ্জাবের বাইরে শিখরের পরিবার। শিথর জানেন না একফোঁটা পঞ্জাবি ভাষা। হবু বরের মা-বাবাও কথা বলে হিন্দিতে।

পায়েল, শিখর দু’জনেই উত্তর কলকাতার বাসিন্দা। চলতি বছরের রথে হয়েছিল রোকার অনুষ্ঠান। লাল রঙের জরদৌসি বেনারসি পরেছিলেন। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘সারা জীবনের জন্য জুড়লাম।’

‘আমার পরিবারে কেউ এর আগে ইন্টারকাস্ট ম্যারেজ করেনি। একটা লম্বা অনুষ্ঠানের লিস্ট রয়েছে। যা ২ তারিখ থেকে ৮ তারিখ অবধি চলবে। এত কিছুর আয়োজন করা এত জলদি সম্ভব ছিল না। তাই একটু দেরি করেই সব আয়োজন করা হচ্ছে।’, জানালেন পায়েল।

আপাতত জমিয়ে চলছে বিয়ের প্রস্তুতি। বেনারসি দিয়ে লেহেঙ্গা বানানোর ইচ্ছে রয়েছে তাঁর। পঞ্জাবিদের জয়মালা স্টাইলে ফুলের ছাতার তলায় এসে করবেন মালাবদল।

(Feed Source: hindustantimes.com)