ঝোড়ো ব্যটিং নয়, তবে টুকটুক করে বক্স অফিসে ১৫ দিনে কত আয় করল ‘স্যাম বাহাদুর’?

ঝোড়ো ব্যটিং নয়, তবে টুকটুক করে বক্স অফিসে ১৫ দিনে কত আয় করল ‘স্যাম বাহাদুর’?

রণবীর কাপুরের সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের ‘স্য়াম বাহাদুর’। একসঙ্গে মাঠে নামলেও রণবীরের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে বিশেষ পাত্তাও পায়নি ভিকি কৌশল। তবু টুক টুক করে বক্স অফিসে নিজের দৌড় চালিয়ে গিয়েছে ভিকি কৌশলের ‘স্য়াম বাহাদুর’। দেখতে দেখতে বক্স অফিসে ১৫দিন পারও করে ফেলেছে এই ছবি। বক্স অফিসে এতগুলো দিন পার করে কত টাকা আয় করেছে ‘স্য়াম বাহাদুর’?

ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk-এর তথ্য অনুসারে ‘স্যাম বাহাদুর’ ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বক্স অফিসে আনুমানিক ৭৬.৭৫ কোটি টাকা আয় করেছে। গোটা বিশ্বব্যাপী বক্স অফিস এই ছবির আয় ৯০ কোটি টাকা। যদিও এই আয় ‘Animal’-এর আয়ের ধারে কাছেও নেই, কারণ ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ৪০০কোটির গণ্ডি ছাড়িয়েছে ‘অ্যানিম্যাল’। তবে আয় কম হলেও ‘স্য়াম বাহাদুর’ ছবিটির জন্য ধারাবাহিক পারফরম্যান্সে বেশ বোঝা যাচ্ছে যে ছবিটি দর্শকরা বেশ পছন্দ করেছেন।

ফিল্ড মার্শাল স্যাম মানেকশ, যিনি কিনা ভারতীয় সেনাবাহিনীর অন্যতম সেরা যুদ্ধ নায়ক, তাঁকে ঘিরেই তৈরি হয়েছে এই ছবি। ১৯৭১ সালে যখন ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যে যুদ্ধ মূলত বাংলাদেশের মুক্তি যুদ্ধ বলেই পরিচিত। সেসময় স্যাম মানেকশ ভারতীয় সেনাপ্রধান ছিলেন। আর ছবিতে তাঁর সেই চরিত্রেই অভিনয় করেছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রী সিলু চরিত্রে সানিয়া মালহোত্রা এবং ইন্দিরা গান্ধীর চরিত্রে ফাতিমা সানা শেখ অভিনয় করেছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে ভিকি কৌশল কঠোর পরিশ্রম করেছেন, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকে। ছবির জন্য ১৫কেজি ওজনের পেশি তৈরি করতে হয়েছে ভিকিকে। মানেকশর মতো শরীর এবং অশ্বারোহী পটভূমির জন্য ঘোড়ার পিঠে চড়ার দক্ষতাও অর্জন করতে হয়েছে ভিকিকে।

পরিচালক মেঘনা গুলজার টদ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই ছবিতে ১৯৭১ সালের যুদ্ধের বাস্তব ফুটেজ ব্যবহার করা হয়েছে, যেগুলি ভীষণ সাবধানে পুনরুদ্ধার করা হয়েছিল, তবে তা সিনেমাটিক উপস্থাপনার জন্য রঙিন করা হয়েছে।

(Feed Source: hindustantimes.com)