জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নায়ক ট্র্যাভিস হেড (Travis Head)। গত ১৯ নভেম্বর কাপযুদ্ধের ফাইনালে, ভারতের বিরুদ্ধে (IND vs AUS), তাঁর চওড়া ব্য়াটে (১২০ বলে ১৩৭) ভর করেই, অস্ট্রেলিয়া ষষ্ঠবারের (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩) জন্য় বিশ্বকাপ জেতে। আইপিএল মিনি নিলামে তাঁকে নেওয়ার জন্য় ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে যে লড়াই বাঁধবে, তা আগেই জানা গিয়েছিল। মঙ্গলবার অর্থাৎ আজ দুবাইয়ে ঠিক সেটাই হল।
২ কোটি টাকার বেসপ্রাইজে থাকা, অজি ব্য়াটারকে নেওয়ার জন্য় লড়াই করেছিল চেন্নাই সুপার কিংস (CSK) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। শেষ পর্যন্ত কাশী বিশ্বনাথনদের দর হাঁকানোর লড়াইয়ে থামিয়ে দেন কাব্য় মারানের ফ্র্যাঞ্চাইজি। অরেঞ্জ আর্মি ট্র্যাভিসকে ৬ কোটি ৮০ লক্ষ টাকায় নিল দলে। ট্র্যাভিস কিন্তু শুধু পঞ্চাশ ওভারের বিশ্বকাপেই ভারতের স্বপ্ন ভাঙেননি। চলতি বছর বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপেও ট্র্যাভিসের ব্য়াট জ্বলে উঠেছিল। ১৭৪ বলে ১৬৩ রান করেছিলেন তিনি। সানরাইজার্স শুধু একজন অসাধারণ ব্য়াটারকেই পেল না, ট্র্য়াভিস উইকেটের পিছনেও বেশ ভালো। ট্র্যাভিসের কিন্তু এই প্রথম আইপিএল খেলার অভিজ্ঞতা হবে না। ২০১৬-১৭ মরসুমে তিনি রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়েও খেলেছেন।
সানরাইজার্স হায়দরাবাদ ৩৪ কোটি টাকা নিয়ে নিলানে নেমেছে। তারা ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে, যার মধ্য়ে ৩ বিদেশি। এদিন হেডকে ৬ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে নেওয়ার পর তারা ১.৫০ কোটি টাকায় শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গাকে নেয়। এরপরই চমকে দেয় অরেঞ্জ আর্মি। ২ কোটি টাকার বেসপ্রাইজে নেওয়া অজি বিশ্বজয়ী অধিনায়ক প্য়াট কামিন্সকে তারা নিল ২০.৫ কোটি টাকায়। ইতিহাস লিখলেন কামিন্স।
(Feed Source: zeenews.com)