Durga Puja 2024: ২০২৪-এ মহালয়া থেকে মা দুর্গা, ভাইফোঁটার দিনক্ষণ জেনে নিন

Durga Puja 2024: ২০২৪-এ মহালয়া থেকে মা দুর্গা, ভাইফোঁটার দিনক্ষণ জেনে নিন

নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ পেতেই সবার আগে যেদিকে চেখ যায় সেটা হল দুর্গাপুজোর সময়সূচি। এ বছর কবে কোনদিন কী পড়েছে তা জানতে উৎসাহের ঝড় বয়ে যায়। ২০২৪ এখনও পড়েনি তবে ইতিমধ্যেই সামনের বছরের পুজোয় কে কী করবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকে বেড়াতে যাওয়ারও প্ল্যান করে ফেলেছেন। যদিও বা ২৩-এর পুজো শেষ হতে না হতেই আসন্ন পুজোর পরিকল্পনা নিয়ে মেতে ওঠেন আপামর বাঙালিরা।

তবে আগে থেকে পুজোর দিনক্ষণ জানা থাকলে বেশ ভালো মতোই চারটে দিন কাটানোর পরিকল্পনা করা যায়। আসুন জেনে নেওয়া যাক আগামী বছরে দুর্গাপুজো থেকে ভাইফোঁটার সময়সূচি-

মহালয়া:

২০২৪-এ মহালয়া পড়েছে – ২ অক্টোবর বুধবার

দুর্গাপুজো ২০২৪

মহাপঞ্চমী পড়েছে- ৮ অক্টোবর, মঙ্গলবার

মহাষষ্ঠী পড়েছে -৯ অক্টোবর বুধবার

মহাসপ্তমী পড়েছে- ১০ অক্টোবর বৃহস্পতিবার

মহাষ্টমী পড়েছে – ১১ অক্টোবর, শুক্রবার

মহানবমী পড়েছে- ১২ অক্টোবর শনিবার

মহাদশমী পড়েছে – ১৩ অক্টোবর, রবিবার

লক্ষ্মীপুজো

২০২৪ এ লক্ষ্মীপুজো পড়েছে ১৭ অক্টোবর।

কালীপুজো

৩১ অক্টোবর বৃহস্পতিবার পড়েছে কালীপুজো।

ভাইফোঁটা

৩রা নভেম্বর রবিবার পড়েছে ভাইফোঁটা।

ব্যাস আর কী! বছর পরার আগেই জানা নিলেন কোন দিন কী পড়েছে? এবার হিসেব-নিকেশ করে ঠিকঠাক প্ল্যান করে ফেলুন। পুজোর ক’দিন কীভাবে কাটাবেন তা আগে থেকেই ভেবে রাখুন নিজের মতো।

বছরের শুরুতেই যদি পুজোর দিনগুলো জেনে নেওয়া যায় তাহলে সুন্দর ভাবে নিজের প্ল্যান সাজানো যায়। তাই ২৩ শেষ হতে না হতেই জেনে নিন আসন্ন বছরের পুজোর দিনক্ষণ।

(Feed Source: hindustantimes.com)