গুজরাত উপকূলের অনতি দূরে, ভারত মহাসাগরে জাহাজে ড্রোন হামলা, ইজরায়েলযোগের ইঙ্গিত

গুজরাত উপকূলের অনতি দূরে, ভারত মহাসাগরে জাহাজে ড্রোন হামলা, ইজরায়েলযোগের ইঙ্গিত
নয়াদিল্লি: ভারত মহাসাগরে জাহাজের উপর ড্রোন হামলা। একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর। উপকূলরক্ষী সংস্থাকে উদ্ধৃত করে দাবি ড্রোন হামলার বিষয়টি সামনে এনেছে সংবাদ সংস্থা এএফপি। এই হামলায় একটি বাণিজ্য জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ২৩ ডিসেম্বর জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। হামলায় কেউ মারা না গেলেও, জাহাজটির সঙ্গে ইজরায়েল সংযোগ মিলেছে। (Drone Strike in Indian Ocean)

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে খবর মিলেছে, যা থেকে কীব্র বিস্ফোরণ ঘটে। আনক্রুড এরিয়েল সিস্টেম থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে UKMTO. সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, গুজরাের ভেরাভাল উপকূলের অনতিদূরে হামলা চলে ওই জাহাজে। UKMTO জানিয়েছে, লিবিয়ার পতাকা লাগানো ছিল জাহাজটিতে, রাসায়নিক ট্যাঙ্কার ছিল, জাহাজটির সঙ্গে ইজরায়েলের সংযোগ মিলেছে। (Indian Maritime)

এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে UKMTO জানিয়েছে, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। তার পর বিস্ফোরণ ঘটে। গুজরাতের ভেরাভাল উপকূল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভারত মহাসাগরের বুকে এই ড্রোন হামলা চালানো হয় বলে খবর। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। শুরু হয়েছে তদন্ত।

এর আগে, লোহিত সাগরে ইজরায়েলি সংযোগ রয়েছে এমন একটি জাহাজে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুথি। প্যালেস্তিনীয়দের প্রতি সমর্থনে, ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই ওই জাহাজটিকে নিশানা করা হয় বলে সেই সময় জানায় তারা। গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাস সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে হুথি।

গতকালের এই হামলা নিয়ে ভারতীয় নৌবাহিনীর তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। ইজরায়েল-হামাসের যুদ্ধে এই মুহূর্তে দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক মহল। গোড়ার দিকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশ ইজরায়েলকে সমর্থন করলেও, গাজায় যে হারে হামলা চালানো হচ্ছে এবং তাতে যে হারে মানুষ মারা যাচ্ছেন, তাতে ইজরায়েলকে সতর্ক করতে শুরু করেছে সকলেই। রাষ্ট্রপুঞ্জে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে সওয়ালও জোরাল হতে শুরু করেছে। হামাসের কার্যকলাপকে সমর্থন না করলেও, গাজায় শান্তি ফিরিয়ে আনার পক্ষে ভারতও।

(Feed Source: abplive.com)