মুম্বই: নতুন বছরের শুরুতে নতুন নতুন লক্ষ্য স্থির করে থাকে সবাই। তালিকায় রয়েছেন শুভমন গিলও। ২০২৩ এ পা রেখে নতুন লক্ষ্য নিজের জন্য স্থির করেছিলেন। আইপিএলে সর্বাধিক শতরান হাঁকিয়েছেন। সাদা বলের ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন। কিন্তু বিশ্বকাপ না জেতার মত আক্ষেপও রয়েছে তার মধ্যে। তবে বছরের শেষ দিনে রবিবার গিল নিজের ইনস্টাগ্রামে একটি পাতায় লেখা পোস্ট করেছেন। সেখানে পাঁচটি লক্ষ্যের কথা লেখা রয়েছে।
নিজের লক্ষ্যগুলো লিখেছেন গিল
১) ভারতের হয়ে সবচেয়ে বেশি শতরান
২) পরিবারকে খুশি রাখা
৩) নিজের সেরাটা দেওয়া এবং নিজেকে বেশি চাপে না ফেলা
৪) বিশ্বকাপ জয়
৫) আইপিএলে কমলা টুপি।
শার্দুল ঠাকুর (Shardul Thakur) শনিবার, ৩০ ডিসেম্বর ভারতীয় দলের অনুশীলনে বাঁ-কাঁধে চোট পান। তাঁকে কাঁধে আইস ব্যাগ দিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারকা অলরাউন্ডারের এই চোট স্বভাবতই ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগের সঞ্চার করছে। অবশ্য রিপোর্ট অনুযায়ী শার্দুলের চোট খুব একটা গুরুতর নয়। দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানান শার্দুল ঠিক আছেন। শোনা যাচ্ছে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা এই চোট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন এবং চোট সারানোর জন্য তাঁরা শার্দুলের আলাদা কোনও চিকিৎসাও করছেন না। এমনকী শার্দুলকে স্ক্যানেও পাঠানো হয়নি।
(Feed Source: abplive.com)