নতুন বছরেই চাকরি ছাড়লেন ফেরান্দো, ক্লাবের চাপেই কি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত?

নতুন বছরেই চাকরি ছাড়লেন ফেরান্দো, ক্লাবের চাপেই কি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত?
কলকাতা: মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান কোচ বদল হল। সরে দাঁড়ালেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তাঁর জায়গায় সবুজ মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএল (২০২২-২৩ মরশুম) ও এবারের ডুরান্ড কাপ জয়ের জন্য হুয়ান ফেরান্দোকে ধন্যবাদও জানানো হয়েছে মোহনবাগান কর্তৃপক্ষের তরফে।

মোহনবাগান লিগ মরশুমের শুরুটা দুরন্ত ছন্দে অপরাজিতভাবেই করেছিল। কিন্তু বছর শেষে ছন্দপতন। লিগে নাগাড়ে তিন ম্যাচসহ মোট পাঁচ ম্যাচ হারতে হয় সবুজ মেরুন শিবিরকে। বর্তমানে মোহনবাগানের দখলে ১৯ পয়েন্ট রয়েছে। এএফসি কাপেও মোহনবাগানের সফর শেষ হয়ে গিয়েছে। পরপর ম্যাচ হারায় ফেরান্দোর ওপর চাপ তৈরি হচ্ছিল। সেই চাপেরই কি মাশুল দিতে হল ফেরান্দোকে? অনেকেরই ধারণা এই কারণেই ছাঁটাই হওয়ার আগেই কার্যত বাধ্য হয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন ফেরান্দো।

ফেরান্দোর বদলি হিসাবে প্রায় সঙ্গে সঙ্গেই হাবাসের হাতে মোহনবাগানের রিমোট কন্ট্রোল তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। হাবাস সবুজ মেরুনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন। অতীতে এটিকে মোহনবাগানকে কোচিংও করিয়েছেন তিনি। তাই দলের পরিবেশ, খেলোয়াড়দের সঙ্গে খানিকটা অবগত তিনি। চেনা মুখের হাতেই ফের একবার দলের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট।

আসন্ন সুপার কাপ থেকেই ফেরান্দোর বদলে মোহনবাগানের হটসিটে বসে দায়িত্ব সামলাবেন হাবাস। সুপার কাপে শ্রীনিধি, ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে মোহনবাগান। দলের একগুচ্ছ তারকা চোট ও কার্ড সমস্যায় নেই। তার মধ্যে আবার জাতীয় দলেও যোগ দিয়েছেন কয়েকজন। এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েই যে হাবাসকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য। হাবাস নাগাড়ে পরাজয়ের ধারা রুখে বাগানে ফুল ফোটাতে পারবেন কি না, সেটাই দেখা বিষয়।

(Feed Source: abplive.com)