প্রায় ৩ লক্ষ টাকা ক্যাশ চিবিয়ে খেল পোষ্য কুকুর, দেখার পর কী অবস্থা হল মালিকের?

প্রায় ৩ লক্ষ টাকা ক্যাশ চিবিয়ে খেল পোষ্য কুকুর, দেখার পর কী অবস্থা হল মালিকের?
পিটসবার্গ: শান্ত শিষ্ট পোষ্য। কোনও ঝামেলাতেই ছিল না যে। সাত চড়ে রা নেই যার, সেই পোষ্যই কিনা মালিকের প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ক্যাশ চিবিয়ে কুচি কুচি করে খেয়ে ফেলল। ঘটনায় শোকে পাথর হয়ে গিয়েছেন দম্পতি। বুঝতেই পারছেন না এত বড় ক্ষতি কীভাবে সামাল দেবেন। পিটসবার্গের পেনসিলভেনিয়ার (Pennsylvania) ঘটনা। সেখানকারই এক দম্পতির পোষা কুকুই (Pennsylvania dog) এই কাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর থেকে জানা গিয়েছে, সাত বছর ধরে মালিক ক্লেটন (Cleyton) এবং ক্যারির (Carri) বাড়িতে রয়েছে কেসিল নামে ওই গোল্ডেনডুডল প্রজাতির কুকুরটি। স্বাভাবিকভাবেই প্রাণের চেয়েও প্রিয় ছিল এই পোষ্য। যাকে নিয়ে ভালই দিন কাটছিল ওই দম্পতির। গতমাসে নিজেদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে  ৪ হাজার ডলার যা ভারতীয় হিসেবে ৩,৩২,৭৬৫.৪০ টাকা, তুলে এনে ঘরে রাখেন তাঁরা। আলমারিতে টাকাটা তুলতে ভুলে যাওয়ায় ড্রয়িং রুমের টেবিলেই রাখা ছিল সেটি। বিপত্তি ঘটে এর পরেই।

হঠাৎই ক্যারির চোখে পড়ে রান্নাঘরের বেসিনে বসে ক্যাশ চিবিয়ে খাচ্ছে  কেসিল। চিকিৎকার করে স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সে। ঘটনার কথা বলতে গিয়ে ক্যারি (৩৩) জানান, ‘ঈশ্বরের নামে শপথ করেই বলছি এই কুকুরটি তার জীবনে কখনও ঘরের কিছু স্পর্শ করেনি এদিন হঠাৎ ক্লেটন আমাকে চিৎকার করে বলে, কেসিল ক্যাশ খেয়ে ফেলছে আমি ভেবেছিলাম আমি ভুল শুনছি। কিন্তু দৃশ্য থেকে আমার প্রায় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল’।

ঘটনার পরই আতঙ্কিত দম্পতি কুকুরটির কোনও চিকিৎসার প্রয়োজন আছে কিনা তা দেখার জন্য পশুচিকিত্সকের কাছে পৌঁছন। সৌভাগ্যক্রমে চিকিৎসক জানান, চিকিৎসার প্রয়োজন নেই। তবে বাড়িতে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। সেসিলকে সামলে ফের টাকায় মনোনিবেশ করেন দম্পতি। কিছু ফিরে পাওয়া যায় কিনা তা দেখার চেষ্টা করে। এর পর ব্যাঙ্কে গেলে তাঁরা ল দম্পতিকে জানান, পোষ্যর টাকা চিবিয়ে নষ্ট করার এই ঘটনা প্রায়ই ঘটে। এ ক্ষেত্রে টাকার ক্রমিক নম্বর বোঝা গেলেই সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে ব্যাঙ্ক।

এতে কিছুটা স্বস্তি পায় দম্পতি। ফিরে এসে টাকার ক্রমিক সংখ্যা উদ্ধারে লেগে পড়েন। কিছু চিবিয়ে ফেলা টাকার নম্বর পুনরুদ্ধার করা সম্ভব হয়। বাকি খেয়ে ফেলা টাকা সেসিলের মলত্যাগের সঙ্গে বেরিয়ে আসে। সেগুলি জলে ধুয়ে হাজার কাঠখড় পুড়িয়ে সেখান থেকে কিছু নম্বর উদ্ধার করা সম্ভব হয়। তবে ৪০০০ ডলার থেকে প্রায় ৪৫০ ডলার টাকা নষ্ট হয়েছে। শোক কাটিয়ে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন দম্পতি। যা ইতিমধ্যেই ভাইরাল স্যোশাল মিডিয়াতে।

(Feed Source: abplive.com)