মহাকাশে নতুন ইতিহাস ভারতের, সূর্য ও পৃথিবীর মাঝে লাগ্র্যাঞ্জ পয়েন্ট পৌঁছল Aditya-L1

মহাকাশে নতুন ইতিহাস ভারতের, সূর্য ও পৃথিবীর মাঝে লাগ্র্যাঞ্জ পয়েন্ট পৌঁছল Aditya-L1
নয়াদিল্লি : ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি ঐতিহাসিক মুহূর্ত। সূর্যকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য দেশের প্রথম অভিযান তথা Aditya-L1 যান পৌঁছল তার চূড়ান্ত গন্তব্যে। লাগ্র্যাঞ্জ পয়েন্ট L1-এ পৌঁছল Aditya-L1। বিকেল ৪.২৫-এ এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সুখবর দেয় ইসরো। গত বছর ২ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল এটি। নাসার পর মহাকাশে L1 পয়েন্টের হ্যালো কক্ষপথে পৌঁছল ইসরোর সৌরযান।

১২৫ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি Aditya-L1-এর। এই মুহূর্তে লাগ্র্যাঞ্জ পয়েন্ট L1-এ রয়েছে এই সৌরযান। চাঁদের কক্ষপথে থাকা এই পয়েন্ট থেকে সারা বছর ধরে সূর্যের উপর পরিষ্কার নজর রাখা যাবে। মহাকাশের একটি স্থিতিশীল জায়গা এই  লাগ্র্যাঞ্জ পয়েন্ট। যা পৃথিবী ও সূর্যের মহাকর্ষীয় শক্তি উপগ্রহের মতো একটি ছোট বস্তু দ্বারা অনুভূত শক্তির ভারসাম্য বজায় রাখে।

অর্থাৎ, লাগ্র্যাঞ্জ পয়েন্ট থেকে সূর্যের ওপর নজর রাখবে ভারতের সৌরযান। ২ সেপ্টেম্বর পিএসএলভি C 57 রকেটে চেপে রওনা দেয় Aditya-L1। ১২৫ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যালো কক্ষপথে ঢুকে গেছে সেটি। মহাকাশ গবে,ণায় অভূতপূর্ব এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আরও একটা মাইলফলক ছুঁল ভারত। ভারতের প্রথম পর্যবেক্ষণিকা Aditya-L1 পৌঁছে গেছে তার গন্তব্যে। এটি সবচেয়ে জটিল মহাকাশ গবেষণার পেছনে আমাদের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার একটি প্রমাণ। আমি এই অসাধারণ কৃতিত্বকে সাধুবাদ জানাতে গোটা দেশের সঙ্গে সামিল হচ্ছি। আমরা মানবতার সুবিধার জন্য বিজ্ঞানের নতুন দিগন্তের পেছনে দৌড় জারি রাখব।’